সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ে হত্যা করা হয়েছে—এমন দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। তাঁর ভাষ্য অনুযায়ী, যথাযথ চিকিৎসা না দিয়ে দীর্ঘ সময় ধরে অবহেলার মাধ্যমে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমানউল্লাহ আমান। এ সময় তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে চিকিৎসা থেকে বঞ্চিত রাখার মধ্য দিয়েই খালেদা জিয়ার মৃত্যু ঘটেছে। তাঁর মতে, এই ঘটনার দায় কোনোভাবেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এড়াতে পারেন না।
আমানউল্লাহ আমান আরও বলেন, খালেদা জিয়া ছিলেন দেশের জনগণের অভিভাবকের মতো একজন নেতা। সেই অবস্থান মেনে নিতে না পেরেই প্রতিহিংসার রাজনীতির শিকার হতে হয়েছে তাঁকে। তিনি জোর দিয়ে বলেন, এই মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখার সুযোগ নেই এবং এর জন্য সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতে হবে।
বিএনপি নেতার বক্তব্যে উঠে আসে খালেদা জিয়ার রাজনৈতিক পরিচয়ের প্রসঙ্গও। তাঁর দাবি, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আপসহীন নেতৃত্বের যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, সেটিই তাঁকে জনগণের কাছে অনন্য করে তুলেছে। জানাজায় বিপুল মানুষের উপস্থিতি ও শ্রদ্ধা নিবেদন প্রমাণ করে যে তিনি ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক।
আমানউল্লাহ আমানের মতে, খালেদা জিয়া আজীবন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সচেতন ছিলেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সেই কারণেই তাঁকে তিনি গণতন্ত্রের অন্যতম পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করেন।