শিরোনাম
◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প মোকাবিলায় জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৫:১২ বিকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাজাকার ও আলবদর হিসেবে পরিচিত ছিল, আজ তারাই লম্বা লম্বা কথা বলে : মির্জা আব্বাস

মনিরুল ইসলাম : বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস বলেছেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার ও আলবদর হিসেবে পরিচিত ছিল, তারা তখন বাংলাদেশের জনগণ ও নারীদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল। আজ তারাই আবার ভোট চাইছে এবং লম্বা লম্বা কথা বলে। 

তিনি বলেন, জামায়াতে ইসলামী মওদুদীবাদে বিশ্বাস করে, এরা ইসলামে বিশ্বাস করে না। 

আজ বুধবার রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠে মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতের প্রতি ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, আসলে আপনাদের (জামায়াত) ওষুধ হলো আওয়ামী লীগ। কোনো ভদ্র লোকের সঙ্গে ওরা (জামায়াত) কাজ করতে পারবে না। আওয়ামী লীগ একটা অভদ্র দল, এরা একটা অসভ্য দল এবং ধর্ম বিকৃতকারী একটা দল। এরা মওদুদীবাদে বিশ্বাস করে, এরা ইসলামে বিশ্বাস করে না। এই লোকদের হাত থেকে দয়া করে বেঁচে থাকবেন। 

তিনি বলেন, এরা (জামায়াত) বাসায় বাসায় যাচ্ছেন। মা-বোনদের বাসায় একা পান, বাংলাদেশের মা-বোনেরা ধর্মের প্রতি অত্যন্ত দূর্বল। যখন আমরা বাসায় থেকে বের হই তখন দুই-তিনজন মহিলা গিয়ে বাসায় ঢুকে বলে পানি দেন একটু, পানি খাবো। এই কথা বলে বসেন। তারপরে বলে, জামায়াতকে ভোট দিলে এটা হবে, বেহেশতে যাবেন। না দিলে আপনারা ক্ষতি হবে। 

এসময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার দোয়া প্রার্থনা করেন আব্বাস। তিনি বলেন, আমাকে একটা ভোট দেবেন। যাতে আপনাদের পাশে থেকে আমি কাজ করতে পারি। অনেক লোক আসবেন, ভোট দিলে জান্নাতে যাবেন, না দিলে জাহান্নামে যাবেন-এমন কথাও বলবে, বলে। এমনকি কুপিয়ে মারার হুমকিও দেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়