শিরোনাম
◈ বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত ◈ নতুন নির্দেশনা: সরকারি কর্মচারীদের বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে কাটবে কর ◈ সৎ ও স্বপ্নবাজ মানুষরাই হবে নতুন রাজনীতির চালিকাশক্তি”— নাহিদ ইসলাম ◈ এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ‘নিক্ষেপকারীরা’ আটক (ভিডিও) ◈ মহাসড়কে আগুন জ্বালাতে গিয়ে ছাত্রদল নেতা দগ্ধ ◈ নতুন নির্বাচনী আচরণবিধি জারি: পরিবেশ রক্ষা ও ব্যয় নিয়ন্ত্রণে কঠোর শর্ত ◈ প্রবাসীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হয়, প্রশ্ন ইসি সানাউল্লাহর ◈ দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত? ◈ হঠাৎ যেভাবে ধানমন্ডির ভোটার হলেন আসিফ মাহমুদ ◈ নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ০১:১৬ রাত
আপডেট : ১১ নভেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৩৪ ঘন্টা অনশন করেও সমস্য হয়নি তারেকের, চাইলেন অনুদান

১৩৪ ঘণ্টা পর অনশন ভেঙেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। গতকাল রবিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভাঙেন তিনি। চিকিৎসকেদের বরাত দিয়ে অনশন ভাঙা এই নেতা জানিয়েছেন, ১৩৪ ঘন্টা অনশনের পরও তার কোনো স্বাস্থ্যগত বড় জটিলতা হয়নি। 

আজ সোমবার (১০ নভেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি অনশন শেষে শারীরিক অবস্থার আপডেট জানিয়ে দলীয় কার্যক্রমে সহায়তার আহ্বান জানান। এ সময় তিনি বিকাশ ও নগদে অনুদান চেয়েছেন। 

তারেক তার ফেসবুকে লিখেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি এখন, ১৩৪ ঘণ্টা অনশনের পরেও কোনো স্বাস্থ্যগত বড় জটিলতা হয় নাই বলে চিকিৎসকরা জানিয়েছেন।

তিনি আরও লিখেছেন, বিভিন্ন জেলা উপজেলার অধিকতর ছবি ভিডিও শেয়ারের পর নির্বাচন কমিশন স্বীকার করেছে তাদের তদন্তে অনেক উপজেলা তারা মিস করেছেন। এর পরেও একটি সাংবিধানিক প্রাতিষ্ঠানের কাঠামোকে হুমকির মুখে না ফেলতে আমরা আপিল করার সিদ্ধান্ত নিয়ে আপিল করেছি। পুনরায় তদন্ত ও যাচাই-বাছাই নির্বাচন কমিশনকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি।

তারেক বলেন, আমি কৃতজ্ঞতা পোষণ করছি বাংলাদেশের আপামর নাগরিকদের ও অপরাপর রাজনৈতিক বন্ধুদের। ধন্যবাদ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গসংগঠনের দলসমূহ, বাংলাদেশ জাতীয় দল, গণফোরাম, বাংলাদেশ এলডিপি, গণঅধিকার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন, শহীদ আসাদের স্নেহাস্পদ  ছোট ভাই নুরুজ্জামান, মুসলিম লীগ, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, ইসলামী আন্দোলন, স্নিগ্ধ বাংলাদেশ, গ্রিন পার্টি, জিয়াউর রহমান সমাজকল্যান পরিষদ, জুলাই গণঅভ্যুত্থানের কিছু সংগঠন, এনসিপির নেতৃবৃন্দ।

এছাড়াও বিশিষ্ট ব্যক্তিত্বের মাঝে, ইথুন বাবু, আবু হেনা রনি, মৌসুমি আপু, লায়লা আপু, হিরো আলম ভাই, হৃদয় খান বাদশা, আগ্রাসন বিরোধী গায়ক গুনী ভাই এবং জাতীয়তাবাদী দলের বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

বিশেষত পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই সালাহউদ্দিন আহমেদ ভাই ও রুহুল কবির রিজভী ভাইকে। নাহরিকদের প্রতি বুকভরা ভালোবাসা যে আপনারা আমজনতার দলের সদস্য না হয়েও যে সহযোগিতা করেছেন তা আজীবন স্মরণ রাখব। বিশ্বাসের এই আমানত কখনোই খেয়ানত করব না।

আমজনতার দল নেতাকর্মীদের চাঁদা ও জনগণের অনুদানে পরিচালিত একটি দল উল্লেখ করে তারেক লিখেন, আপনাদের সহযোগিতায় নিবন্ধন কাজ, দলের কর্মসূচিসহ দলীয় কার্যালয় নির্মাণের কাজগুলো এগিয়ে নিয়েছি। আমরা এই সহযোগিতা অব্যাহত রাখতে বিনীত আবেদন জানাচ্ছি।

বিকাশ ও নগদে অনুদান পাঠানোর জন্য তারেক একটি ফোন নম্বর যুক্ত করেছেন পোস্ট। এছাড়া দিয়েছেন ডাচ বাংলা ব্যাংকের একটি অ্যাকাউন্ট নম্বরও। এর আগেও অনুদান চেয়ে একাধিকবার ফেসবুকে পোস্ট করেন তারেক। সূত্র: ডেইলি ক্যাম্পাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়