শিরোনাম
◈ পুলিশের নজর বিশেষ সাড়ে ৩ ঘন্টায়, কি হতে চলেছে ঢাকায়? (ভিডিও) ◈ ২০১৪ সালে বাংলাদেশের নির্বাচনে কৌশলগত ভুল করেছিল ভারত: প্রফেসর শ্রী রাধা দত্ত (ভিডিও) ◈ হকি বিশ্বকাপের বাছাই প‌র্বে খেলার সম্ভাবনা জাগা‌লো বাংলাদেশ ◈ তালা দিবা, হাতাহাতি করবা তোমরা আর ইলেকশন আমাকে করে দিতে হবে: রাবি ভিসির ক্ষোভ (ভিডিও) ◈ জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি ও আসন্ন নির্বাচনী রাজনীতি‌তে কোন সমীকরণ কাজ কর‌ছে ◈ পর্যাপ্ত প্রমাণ মেলেনি, ধর্ষণের অভিযোগ থেকে মুক্ত পা‌কিস্তা‌নের ক্রিকেটার হায়দার আ‌লি  ◈ পিটার হাসের কৌশলগত ভূমিকা, এলএনজি নিয়ে নতুন সম্ভাবনার পথে বাংলাদেশ ◈ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সীমানা পুনঃনির্ধারণ, যা বললেন রুমিন ফারহানা ◈ সর্বজনীন পেনশন স্কিমে ঋণ সুবিধা চালু, শর্ত সাপেক্ষে মিলবে ৫০% পর্যন্ত ◈ মালয়েশিয়ায় ৭৮৭৩ জন কর্মী প্রেরণের বিজ্ঞপ্তি প্রকাশ, আছে যত শর্ত

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:১৭ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় পার্টির কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে নির্বাচন কমিশনে আবেদন

গণতন্ত্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ তুলে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে (ইসি)।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর বংশালের বাসিন্দা হোসাইন মোহাম্মদ আনোয়ার প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত এই আবেদন জমা দেন। পরে তিনি নিজেই সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

আবেদনে বলা হয়েছে, জনগণের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ এবং একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা ইসির নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। কিন্তু জাতীয় পার্টি প্রতিষ্ঠালগ্ন থেকেই গণতন্ত্রের মূলধারাকে ক্ষুণ্ন করেছে, নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে এবং সামরিক শাসনের উত্তরাধিকার বহন করেছে। পাশাপাশি দলটির বিরুদ্ধে দুর্নীতি, প্রশাসনিক অপব্যবহার ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা হারালেও জাতীয় পার্টি তাদের কর্মকাণ্ডকে সবসময় বৈধতা দিয়েছে। আবেদনকারী দাবি করেন, এ ধরনের দলকে রাজনৈতিকভাবে বৈধতা দেওয়া জাতীয় স্বার্থের পরিপন্থী।

সেই প্রেক্ষিতে আবেদনপত্রে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা নিষিদ্ধ করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়