নুরুল হক নুর আহত হওয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, এতে আমরা খুবই মর্মাহত হয়েছি। তবে লাঠিচার্জের সময় জাতীয় পার্টির কোনো নেতাকর্মী সেখানে ছিলেন না।
শনিবার কাকরাইল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জাপা মহাসচিব আরও বলেন, প্রথমে তারা (গণ-অধিকার পরিষদ) যে ইট পাটকেলগুলো নিক্ষেপ করছিলো সেগুলো আমাদের স্পর্শকাতর জায়গায় পড়লে আমাদের নেতাকর্মীদের মৃত্যুও হতে পারত। এরপর পরিস্থিতি শান্ত হয়। পরে আবার মশাল মিছিল নিয়ে আগুন দেয়ার জন্য আসে। সেখানে নারীসহ অনেক নেতাকর্মী ছিলেন। পুলিশ গিয়ে তাদের ঠেকানোর চেষ্টা করে। এরপর ৫ মিনিটের মধ্যে পার্টি অফিসের ভেতরে চলে যান। আমাদের বাইরে কোনো নেতাকর্মী ছিল না।
তিনি বলেন, একমসময় আমরা দেখতে পারি সেনাবাহিনীর সদস্যদের তারা আঘাত করে। ইউনিফর্ম পরা পুলিশ-সেনা সদস্যদের আঘাত করাটা রাষ্ট্রবিরোধীতার শামিল। পরে সেনাবাহিনী পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। পরে জানতে পারি লাঠিচার্জ করে।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। তবে একটি পার্টির রাজনীতি হতে পারে না আরেকটি দলকে ব্যান করতে হবে। অমুক দলের চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে হবে। জাতীয় পার্টি নিবন্ধিত দল। জাতীয় পার্টিকে রাজনীতি করতে না দেয়া, দোসর বলা, রাস্তায় নামতে না দেয়া ইত্যাদির মাধ্যমে দেশে নব্য মবতন্ত্রের সৃষ্টি হচ্ছে। উৎস: মানবজমিন ও নিউজ২৪