শিরোনাম
◈ পল্টনে ফের র.ক্তা.ক্ত সংঘর্ষ: হলুদ হেলমেটধারীরা কারা?" ◈ মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশ নিয়ে যা বললেন ভারতীয় সাংবাদিক ◈ ‘প্ল্যান-বি হলো জাতীয় পার্টির ওপর ভর করে লীগকে ফেরানো’ ◈ নুর আশঙ্কাজনক, বাঁচবে কি মরবে জানি না : রাশেদ খাঁন (ভিডিও) ◈ ভূমি মালিকদের জন্য বড় সুখবর: মাত্র ২৪ ঘন্টায় খতিয়ানের ভূল সংশোধনের সরকারি নির্দেশনা, জানুন কিভাবে ◈ ঢাকায় জাতীয় পার্টি-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, সেনা মোতায়েন ◈ সংঘের নিয়মে মোদির অবসর? বয়স বিতর্কে মোহন ভাগবতের স্পষ্ট জবাব ◈ খালেদা জিয়া সরকারে থাকাকালে দেশের টাকা বিদেশে পাঠাননি: চান্দিনায় মাহমুদুর রহমান মান্না ◈ বাগেরহাটে জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট এখন ‘ভূতের বাড়ি’ ◈ নির্বাচনকে ঘিরে ধোঁয়াশা সৃষ্টি করছে কয়েকটি পক্ষ: সালাহউদ্দিন আহমেদ

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৫, ০৩:১৫ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল: “মনে করবেন না ক্ষমতায় চলে এসেছেন”

মনিরুল ইসলাম: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবেই। এর বিকল্প নেই। নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে এবং দেশে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সৈয়দা ফাতেমা সালামের ‘রক্তাক্ত জুলাই’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, “অনেকে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা করছে। বিদেশ থেকেও এমন প্রচেষ্টা চালানো হচ্ছে।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “মনে করবেন না ক্ষমতায় চলে এসেছেন। আপনারা ক্ষমতার কাছেও যাননি। এখনো অনেক ষড়যন্ত্র আছে। ভালো কাজের মাধ্যমে জনগণের কাছে পৌঁছাতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা গণতান্ত্রিক উত্তরণের রোডম্যাপের অপেক্ষায় আছি। রাজনৈতিক দলগুলো এগিয়ে এলে আমরা লক্ষ্য অর্জন করতে পারব। মাঝে মাঝে হতাশা আসে, কিন্তু আমাদের লড়াই যেন ম্লান না হয়।”

বর্তমান পরিস্থিতিতে মানুষের বিভ্রান্তি ও নির্বাচনী শঙ্কার কথা উল্লেখ করে তিনি বলেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থায় যাওয়া সম্ভব।”

ফখরুল দাবি করেন, বিএনপি সবসময় সংস্কারের পক্ষে। “জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা এনেছিলেন, খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন,” বলেন তিনি।

কিছু রাজনৈতিক দল মিথ্যা প্রচারণা চালিয়ে বিএনপিকে হেয় করার চেষ্টা করছে অভিযোগ করে ফখরুল বলেন, “বিএনপিকে কেউ খারাপ বলুক—এ সুযোগ কাউকে দেওয়া হবে না।”

সবশেষে তিনি বলেন, “মানুষ পরিবর্তনের জন্য উন্মুখ। বিএনপিকে সেই পরিবর্তন এনে দিতে হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়