শিরোনাম
◈ পোশাক রপ্তানিতে বিশ্ব শীর্ষ দেশ ও বাংলাদেশের অবস্থান ◈ সাংবাদিক তুহিন হ ত্যা য় চাঞ্চল্যকর তথ্য দিলেন আসামিরা! (ভিডিও) ◈ রাজধানীর নিউ মার্কেট থেকে 'সামুরাই' চাপাতিসহ ১১০০ ধারালো 'অস্ত্র' উদ্ধার (ভিডিও) ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার জাহাঙ্গীরনগরে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ◈ নীলা ইস্রাফিলের ফেসবুক পোস্টে চটেছেন তুষার, দিলেন কড়া জবাব ◈ পূর্ব ইউক্রেনের বিনিময়ে যুদ্ধবিরতির প্রস্তাব, ইউরোপীয়দের চোখে পুতিনের কৌশল ◈ তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে, যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে: নীলা ইস্রাফিলের (ভিডিও) ◈ যশোরে ডিবি হেফাজতে থাকা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক কারাগারে ◈ নির্বাচনে বিরূপ প্রভাব ফেলতে পারে এমন বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান তারেক রহমানের ◈ উপদেষ্টাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে সরকারের বিবৃতি

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৫, ০১:৫৫ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জবাবদিহিতা নিশ্চিত করতে হলে সর্বত্র গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে হবে: তারেক রহমান

মনিরুল ইসলাম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হলে সর্বক্ষেত্রে গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি বলেন, “আমরা যদি একটি স্বচ্ছ সিস্টেম ধীরে ধীরে তৈরি করতে পারি, তবে স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত জবাবদিহিতা প্রতিষ্ঠা সম্ভব।”

শনিবার দুপুরে কাকরাইলের উইলন্স লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর জাতীয় কাউন্সিল-২০২৫ এ লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, “ইংল্যান্ডে জবাবদিহিতা থাকার কারণে জনগণ সেবা পায়। সেখানে একজন রোগী চিকিৎসকের কাছে গেলে ন্যূনতম সেবা নিশ্চিত হয়। কারণ বহু বছরের প্রচেষ্টায় তারা রাষ্ট্রীয় ও সামাজিক কাঠামোয় জবাবদিহিতা গড়ে তুলেছে। কিন্তু বাংলাদেশে সেটা গড়ে ওঠেনি।”

তিনি অভিযোগ করেন, ৫০ বছরেরও বেশি সময় ধরে গণতান্ত্রিক প্রক্রিয়া বারবার বাধাগ্রস্ত হয়েছে। “আমাদের শুরু করতে হবে নিজস্ব সংগঠন থেকে—ড্যাব দিয়ে শুরু করে দলের বিভিন্ন স্তরে, সেখান থেকে রাষ্ট্রীয় পর্যায়ে। এভাবেই সর্বত্র জবাবদিহিতা প্রতিষ্ঠা করা সম্ভব,” যোগ করেন তিনি।

৩১ দফা বাস্তবায়নে সহযোগিতা চাইলেন
তারেক রহমান বলেন, “বিএনপি আড়াই বছর আগে যে ৩১ দফা রিফর্ম প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিল, তার ৯৯ ভাগ এখন রিফর্ম কমিশনের আলোচনায় রয়েছে। স্বাস্থ্য খাতসহ এই দফাগুলো বাস্তবায়নে শুধু সরকার বা দলের নেতাকর্মীদের প্রচেষ্টা যথেষ্ট নয়—সবার সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “দেশ গড়তে হলে প্রত্যেককে অংশগ্রহণ করতে হবে। সামান্য অবদানও আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে।”

‘জনগণ আরও ভালো কিছু চায়’
তারেক রহমান মনে করেন, বর্তমানে সমগ্র জাতি একটি ইতিবাচক পরিবর্তন প্রত্যাশা করছে। “গত বছরের ৫ আগস্টের পরিবর্তনের পর মানুষ চায় আগামী দিনগুলো আরও ভালো হোক,” বলেন তিনি।

ড্যাব কাউন্সিলে সভাপতিত্ব করেন সংগঠনের কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ এবং সঞ্চালনা করেন অধ্যাপক লুৎফুর রহমান। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটি, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ড্যাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়