শিরোনাম
◈ মুরাদনগরে ধর্ষণ ঘটনার প্রতিবেদন জমা দিয়েছেন কুমিল্লার এসপি ◈ যে কারণে বিএনপির ১৩ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত ◈ উজিরপুরে পুত্রের হাতে পিতা খুন, ঘাতক পুত্রকে আটক করে পুলিশে দিলো স্থানীয়রা ◈ মাইলস্টোন ট্রাজেডি: ভোলায় নিজ গ্রামে দাফন করা হল মাসুমা বেগমকে ◈ বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: বাঁশখালীর দুই জেলে ৪ দিন ধরে নিখোঁজ ◈ নবীনগরে সবুজ সার হিসেবে জনপ্রিয় হচ্ছে ধৈঞ্চা ◈ নোয়াখালীতে বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করায় ক্ষতিগ্রস্ত, জনজীবন বিপর্যস্ত  ◈ তারেক রহমান এখন বাংলাদেশের জন্য একজন উপযুক্ত নেতা : কাদের সিদ্দিকী ◈ এশিয়া কাপে ভারত-পা‌কিস্তান ম্যাচ নি‌য়ে বি‌সি‌সিআইর কড়া সমালোচনায় আজহার উ‌দ্দিন ◈ পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকার জরুরি: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৫, ০৪:১০ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০২৫, ০৯:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব শ্রেণির মানুষের জন্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘তরুণদের উদ্দেশ্যেই আমাদের জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে। তরুণদের ক্ষমতায় আনার মাধ্যমেই সব শ্রেণির মানুষের জন্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা হবে।’

আজ রবিবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১২টায় নেত্রকোনা জেলা শহরের পুরাতন কালেক্টরেট মাঠে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

জুলাই অভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পর সবচেয়ে বড় গণ-অভ্যুত্থান বলে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, ‘শেখ হাসিনার সময় দেশের টাকা লুট করে ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন আমরা দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে রাজপথে নেমেছি। এই পদযাত্রা দেশের একটি নতুন সংবিধানের জন্য, এই পদযাত্রা গণ-পরিষদের নিবার্চনের জন্য; যে নিবার্চনের মাধ্যমে সাধারণ মানুষ বাংলাদেশের আগামীর সংবিধান নির্ধারণ করবে।’

এ সময় তিনি নেত্রকোনার নানা সমস্যার কথা তুলে ধরেন এবং আগামীতে এনসিপি ক্ষমতায় গেলে এ সকল সমস্যা সমাধান করবেন বলেও প্রতিশ্রুতি দেন।

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাসহ অন্যান্যরা।

এদিন দলটির পক্ষ থেকে জনদুর্ভোগ ও চলমান এইচএসসি পরীক্ষার কথা মাথায় রেখে পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়