শিরোনাম
◈ সরকারি চাকরির সংশোধিত অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতেই হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া ◈ এক লাখ ৪০ হাজার টন সার আমদানি করছে সরকার ◈ তিন শিক্ষার্থী ও দুই জন অভিভাবক এখনো নিখোঁজ, বলছে স্কুল কর্তৃপক্ষ ◈ বাংলাদেশ ব্যাংকে শালীন ও পেশাদার পোশাকের নির্দেশনা, নারী-পুরুষ কর্মীদের জন্য স্পষ্ট বিধি ◈ আগামী বছরের প্রথমার্ধেই নির্বাচন হতে হবে: জামায়াত আমির (ভিডিও) ◈ যেতে বসেছে ঐতিহ্যবাহী গরুর গাড়ি ◈ আই‌সি‌সির টি-‌টো‌য়ে‌ন্টি বো‌লিং র‍্যাঙ্কিংয়ে সেরা দশে মোস্তাফিজ ◈ ঢাকায় পি‌সি‌বির সভাপ‌তি, ভারত ও শ্রীলঙ্কা ছাড়াই বৃহস্প‌তিবার  শুরু হ‌চ্ছে এসিসির সভা ◈ মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত ২২ মরদেহ হস্তান্তর

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৫, ১২:৩৮ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক 

একটি মহল থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা চলছে: মুহাম্মদ তাহের (ভিডিও)

বেঠকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। কোনো একটি মহল থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা চলছে। এ ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং গোয়েন্দা সংস্থার দুর্বলতা আছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) প্রধান উপদেষ্টার সঙ্গে চার রাজনৈতিক দলের বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এসব তথ্য জানান।

তিনি জানান, সরকারকে আরও কঠোর হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। প্রধান উপদেষ্টা এ ব্যাপারে আশ্বস্ত করেছেন, আমরাও সহযোগিতার কথা বলেছি।

জামায়াতের নায়েবে আমির বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের আর কোনো স্থান থাকবে না, এটা আমরা পরিষ্কার করে বলেছি। নতুনভাবে যেন আর ফ্যাসিবাদ তৈরি হতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে। যেখানেই ফ্যাসিবাদ সেখানেই ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তাই নির্বাচনের আগে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরির অনুরোধ করা হয়েছে। এ ছাড়াও নিরাপত্তা বাহিনীগুলোকে আরও একটিভ করার অনুরোধ জানানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়