শিরোনাম
◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ ◈ ম‌তের মিল হ‌চ্ছে না,  জামায়াতের সাথে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে যে সব কারণে ◈ মৌলভীবাজারে উদ্ধার হওয়া ‘পিট ভাইপার’: কতটা বিষধর এই সবুজ বোড়া?

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৫, ১১:০১ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাবি ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন করল জামায়াত

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু করে পুরো ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন করেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল জনসমাবেশের আয়োজন করে। সেই সমাবেশকে কেন্দ্র করে সারাদেশ থেকে বিভিন্ন নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থান নেন। যার ফলে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় কাগজ, বিস্কুটের ঠোঙায় নোংরা হয়ে থাকে ক্যাম্পাস। পরবর্তী সময়ে সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু করে পুরো ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন করেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা।

শনিবার (১৯ জুলাই) মহাসমাবেশ শেষে শাহবাগ থানার জামায়াত নেতা অ্যাডভোকেট শাহ মাহফুজুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জামায়াত ইসলামীর নেতাকর্মীরা জানান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমরা আমাদের দায়বদ্ধতার দিক থেকে পুরো ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন করছি। সোহরাওয়ার্দী উদ্যানে লাখ লাখ নেতাকর্মীর সমাগম হয়েছে। যেহেতু উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী, সেহেতু অনেক নেতা কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় নামাজ পড়া, খাবার খাওয়াসহ বিভিন্ন কারণে অবস্থান নেন। যার কারণে ক্যাম্পাস অপরিচ্ছন্ন হয়েছে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সেরা বিদ্যাপীঠ, এখানকার শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সচেতন। তাই আমরা আমাদের নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালিয়েছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ, কেন্দ্রীয় গ্রন্থাগার, হাকিম চত্বর, কলাভবন-সংলগ্ন আমতলা, অপরাজেয় বাংলা-সংলগ্ন বটতলা, শ্যাডো, মল চত্বর, হল পাড়া, ভিসি চত্বর, টিএসসি’সহ বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে তারা।

জামায়াত ইসলামীর শাহবাগ পশ্চিম থানার কোষাধ্যক্ষ তানভীর আহমেদ বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামীর মহাসমাবেশে প্রায় ১৩ থেকে ১৪ লাখ মানুষের সমাগম হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন হওয়ার কারণে ক্যাম্পাসের সার্বিক পরিবেশ কিছুটা বিঘ্নিত হয়। যেটাকে মাথায় রেখে আমরা শাহবাগ জামায়াত ইসলামীর উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করি। এটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু করে হাকিম চত্বর, মল চত্বর হল পাড়া হয়ে টিএসিতে এসে শেষ হয়। আমরা চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়ের যেখানে জনসমাগম হয়েছে, সেখানে পরিচ্ছন্নতার কার্যক্রম করা।’

উল্লেখ্য, সাত দফা দাবিতে অনুষ্ঠিত হয়েছে জামায়াতের আজকের সমাবেশ। দাবিগুলোর মধ্যে রয়েছে-অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও এক কোটির বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ। বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে দলটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়