শিরোনাম
◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ ◈ ম‌তের মিল হ‌চ্ছে না,  জামায়াতের সাথে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে যে সব কারণে ◈ মৌলভীবাজারে উদ্ধার হওয়া ‘পিট ভাইপার’: কতটা বিষধর এই সবুজ বোড়া?

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৫, ০৬:৪০ বিকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ দিনের কর্মসূচি ঘোষণা

মনিরুল ইসলাম: গণঅভ্যুত্থানের বর্ষপূর্তী উপলক্ষে ২১ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বুধবার (৮ জুলাই) সকালে রাজধানীর সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

সাইফুল হক বলেন, “জাতীয় নির্বাচন যত বিলম্বিত হবে, দেশের বহুমাত্রিক নিরাপত্তা ঝুঁকি ততই বাড়বে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ফলে জনগণের জানমালের নিরাপত্তাহীনতা নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। মব সন্ত্রাস, সামাজিক নৈরাজ্য এবং সরকারের অকার্যকারিতার ফলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে। পরিকল্পিতভাবে এসব ছড়িয়ে দেওয়া হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারণের বিষয়ে সম্প্রতি একটি ধারণা সৃষ্টি হলেও প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের পরেও তফসিল সম্পর্কে কোনো ঘোষণা আসেনি। যা জাতির জন্য আশাব্যঞ্জক নয়।”

সাইফুল হক জানান, সংবিধান অনুযায়ী নির্বাচন তফসিল সাধারণত ভোটের ৬০ দিন আগে ঘোষণা করা হয়ে থাকে। কিন্তু নির্বাচন কমিশন থেকে এখনো মধ্য ফেব্রুয়ারির ভোটের বিষয়ে নির্ভরযোগ্য আশ্বাস না পাওয়ায় মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।

তিনি বলেন, “বাংলাদেশ এখনো প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পি.আর.) পদ্ধতির জন্য মানসিকভাবে প্রস্তুত নয়। তাই সংসদের উচ্চকক্ষে অন্তত পি.আর. পদ্ধতিতে ভোটের দাবি জানিয়ে আসছি।”

ঘোষিত কর্মসূচির তালিকা:
১. ১৬ জুলাই: রংপুরে শহীদ আবু সাঈদ, বদিউজ্জামাল ও আবদুল লতিফের কবর জেয়ারত ও সারাদেশে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও সমাবেশ।
২. ১৮ জুলাই: ঢাকার আশুলিয়ায় শহীদ পরিবার ও আহতদের নিয়ে শ্রমিক গণসমাবেশ।
৩. ২৫ জুলাই: নারায়ণগঞ্জে শহীদ ও আহতদের পরিবারসহ গণসমাবেশ।
৪. ২ আগস্ট: সকাল ১০টায় সেগুনবাগিচার রিপোর্টার্স ইউনিটিতে “গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি—গণআকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ” শীর্ষক আলোচনা সভা।
৫. ৫ আগস্ট: গণঅভ্যুত্থান বিষয়ক আলোকচিত্র প্রদর্শনীসহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
৬. বর্ষপূর্তিকে ঘিরে পোস্টার ও “ডাক দিয়ে যাই” শীর্ষক স্মরণিকা প্রকাশ।

সংবাদ সম্মেলনে আরও দাবি জানানো হয়—গণঅভ্যুত্থানের শহীদ পরিবারসমূহের পুনর্বাসন, আহতদের উপযুক্ত চিকিৎসা ও আর্থিক সহযোগিতা নিশ্চিত করতে হবে।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, সাইফুল ইসলাম, ফিরোজ আলী, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী এবং জামিরুল রহমান ডালিম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়