শিরোনাম
◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন  ◈ হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার ◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির

প্রকাশিত : ০২ জুন, ২০২৫, ০২:৫৬ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

দ্রুত নির্বাচন ছাড়া দেশে স্থিতিশীলতা , শান্তি ও গণতন্ত্র ফিরে আসবে না : প্রিন্স

মনিরুল ইসলাম: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দ্রুত নির্বাচন ছাড়া দেশে স্থিতিশীলতা , শান্তি ও গণতন্ত্র ফিরে আসবে না । নির্বাচনকে যারা সংস্কার ও ফ্যাসিস্টদের বিচারের শর্তের আবর্তে ঘুরপাক করাচ্ছেন তারা রাজনীতিতে অপরিপক্ক ও অনভিজ্ঞ । সংস্কার ও ফ্যাসিস্টদের বিচার চলমান প্রক্রিয়া , সংস্কার ও ফ্যাসিস্টদের বিচার শুরু করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে ।

তিনি আজ সকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ পল্লী চিকিৎসক এসোসিয়েশনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রখছিলেন । 
আলোচনা সভায় এমরান সালেহ প্রিন্স বলেন , ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্যে অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করতে হবে । তিনি বলেন , যারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় তারা গণতন্ত্র , সংস্কার  ও ফ্যাসিস্টদের বিচার এবং গণ অভুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অংগীকারাবদ্ধ । ছাব্বিশের জুনের মধ্যে যারা নির্বাচন চাচ্ছে ,তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে । তিনি বলেন , দুই একজন উপদেষ্টা ও সরকারের ঘনিষ্ট একটি মহলের কর্মকান্ড ও বক্তব্য সরকারের নিরপেক্ষতাকে ক্ষুন্ন করেছে, একই সাথে সরকারের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করছে । এর মধ্যে জাপানে যাবার আগে ও পরে প্রধান উপদেষ্টার বক্তব্য ও কর্মকান্ড রহস্যজনক । তিনি প্রধান উপদেষ্টার প্রতি পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষতা বজায় রেখে  বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ ও নির্বাচনের রোডম্যাপ দেয়ার আহবান জানান ।

তিনি বলেন , অভিজ্ঞতার আলোকে বিএনপিসহ অর্ধ শতাধিক রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন আবশ্যক বলে মনে করে । ডিসেম্বর পার হয়ে গেলে ভিন্ন মতলবকারীরা নির্বাচনকে অনিশ্চিৎ করে নতুন চক্রান্তে মেতে উঠবে ।দেশ আবার অন্ধকারে নিমজ্জিত হবে । বিএনপি জেনে শুনে দেশকে আবার অন্ধকারে ঠেলে দিতে পরে না । 

আলোচনা সভায় বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন , পল্লী চিকিৎসক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনবদ্য সৃষ্টি । পল্লী এলাকার সাধারণ নিরীহ মানুষ অসুস্থ হলে তাৎক্ষণিক ভাবে চিকিৎসার জন্য পল্লী চিকিৎসকদের সরণাপন্ন হন । তাই পল্লী চিকিৎসকদের অবজ্ঞা ও উপেক্ষা করে সর্বজনীন চিকিৎসা বা সবার জন্য চিকিৎসা সম্ভব নয় । তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রস্তাবের কথা উল্লেখ করে বলেন , তারেক রহমানের “সবার জন্য চিকিৎসা “ও “সর্বজনীন চিকিৎসা “ নীতি এবং সকল নাগরিকের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা বাস্তবায়নে পল্লী চিকিৎসকদের ভূমিকা অপরিহার্য । তিনি পল্লী চিকিৎসকদেরকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে বলেন পল্লী এলাকার সাধারণ মানূষের সাথে তাদের নিবিড় সম্পর্ক রয়েছে । পল্লী এলাকার সাধারণ মানূষের মাঝে শহীদ জিয়ার আদর্শ ও বিএনপির রাজনীতির বার্তা পৌঁছে দিতে  পল্লী চিকিৎসকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে । 

পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সভাপতি এ এস এম মারুফ হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রহমত আলী , চট্রগ্রাম জেলা সভাপতি মামুনুল ইসলাম চৌধুরী ,সুরুজ আলী , অনোয়ার হোসেন ,মোহাম্মদ রাসেল ,আমির খান ,রমিজ উদ্দিন ,লোকমান হোসেন প্র্রমুখ বক্তব্য রাখেন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়