মহান বিজয় দিবস উপলক্ষে এনসিপির উদ্যোগে রাজধানীতে ‘আগ্রাসন বিরোধী’ যাত্রায় নেতাকর্মীদের ঢল নেমেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪টায় রাজধানীর বাংলামোটর এলাকা থেকে শুরু হয়ে কাটাবন মোড়, নীলক্ষেত মোড় ও পলাশীর মোড় হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে।
ব্যতিক্রমী এ কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করেন।
আগ্রাসনবিরোধী যাত্রায় রাজধানীর প্রতিটি থানা থেকে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা বিজয় দিবসের শুভেচ্ছা সম্বলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।
এ সময় গণভোটে হ্যাঁ বলি, সংস্কারের সাথে চলি’, ‘মুক্তির মূল সনদ গণভোট-গণভোট’, ‘এক হাদির কিছু হলে- জ্বলবে আগুন ঘরে ঘরে’ এবং মুক্তিযুদ্ধের পক্ষে নানা স্লোগান দেন।