শিরোনাম
◈ ইশরাককে শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলনে অনড় কর্মীরা, বন্ধ নগর ভবন (ভিডিও) ◈ ২০ নেতার সঙ্গে দুই দফায় সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ◈ কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ ◈ মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে ইশরাক হোসেনের রিট ◈ ঐকমত্য না হওয়া বিষয়গুলো জনসমক্ষে প্রকাশ করা হবে: আলী রীয়াজ ◈ রপ্তানি ব্যয় বেড়ে যাচ্ছে, মার্কিন বাজারে প্রবেশে বাংলাদেশের জন্য কঠিন সময়: জাতিসংঘের সতর্কবার্তা ◈ চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না: প্রেস সচিব (ভিডিও) ◈ এনবিআর বিলুপ্তির প্রতিবাদে কর্মবিরতি: কার্যত অচল আগারগাঁওয়ের রাজস্ব ভবন ◈ সালাহউদ্দিন আহমেদকে নিয়ে যে পোস্ট দিলেন প্রেসসচিব ◈ পর্দার আড়ালে যা ঘটেছে!

প্রকাশিত : ২৫ মে, ২০২৫, ০৯:৫১ সকাল
আপডেট : ২৫ মে, ২০২৫, ০৪:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোনো দল গোছানোর জন্য নির্বাচন পেছানো যাবে না: নজরুল ইসলাম খান

জনগণ স্থায়ী সরকার চায় উল্লেখ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার দ্রুত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার কোনো নির্বাচিত ও স্থায়ী সরকার নয়। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে।’

শনিবার (২৪ মে) বিকাল ৪টায় বগুড়া শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে রাজশাহী ও রংপুর বিভাগের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘যতটুকু সংস্কার প্রয়োজন, তা আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন হলে ডিসেম্বরে নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই। তবে কোনো রাজনৈতিক দল যদি নিজেদের সংগঠিত করতে কিংবা জোট গঠন করতে দেরি করে—তাহলে নির্বাচন পিছিয়ে দেওয়া যাবে না।’

‘তারেক রহমান দেশের বাম, ডান সকলকে নিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন। আমরা দীর্ঘ ১৫ বছর জোটবদ্ধ আন্দোলন করেছি। তারুণ্যকে প্রাধান্য দিয়েই আগামী দিনের রাজনীতিকে এগিয়ে নেবেন তারেক রহমান। তাই জনগণের সরকার প্রতিষ্ঠায় তরুণদের লড়াই করতে হবে,’ যোগ করেন বিএনপির এই নেতা।

সমাবেশে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি আবু হাসান মোহাম্মদ ইয়াহিয়া, বগুড়ার নিহত যুবদল নেতা ইমরান হোসেনের কন্যা সামিয়া ইসলাম মীম, এবং অন্যান্য নেতারা।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আর সমাবেশ পরিচালনা করেন স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।

এ ছাড়া, সমাবেশে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু ও মাহাদী আমিন, বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস দুলু, ব্যরিস্টার মীর হেলাল, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ, আমিরুল ইসলাম খান আলীম, ওবায়দুর রহমান চন্দন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ভিপি সাইফুল ইসলাম প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, “অধ্যাপক ইউনুস একজন ভালো মানুষ, তার বিরুদ্ধে কিছু বলার নেই। তবে, আসিফ মাহমুদের কথামতো দেশ চালালে তো চলবে না।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া এবং অন্যদেশকে করিডোর দেওয়ার প্রতিবাদ করবো। বিএনপি তরুণদের কর্মসংস্থানের জন্য আগামীতে কাজ করবে। হাসিনা শুধু টাকা পাচার করেছে, কর্মসংস্থানের জন্য কিছু করেনি।

রিজভী আরও বলেন, ইউনূস সরকারের কিছু কিছু ভুল হচ্ছে। তাই সে সম্পর্কে আমরা কথা বলি। কিন্তু এটা কোনো কোনো উপদেষ্টা মানতে পারছেন না। রাজনৈতিক দল হিসেবে কথা বলতেই হবে।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, জনগণ এ সরকারকে আর চায় না। তাই দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

বিশেষ বক্তা স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেন, তারেক রহমানের ৩১ দফা জনগণের মুক্তির সনদ। তারেক রহমানের নেতৃত্বে আগামীতে চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত, দখলবাজমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে।

সভাপতির বক্তব্যে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, অনেক সহ্য করেছি। আর কোনো বিমাতাসুলভ আচরণ সহ্য করব না। সরকারকে আমরা সবসময় সহযোগিতা করেছি। কিন্তু সরকার আমাদের সম্মানটুকু করে না। ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার করা না হলে আবার রাজপথে নামব। বৃষ্টি উপেক্ষা করে সমাবেশে উত্তরের ১৬ জেলার হাজার হাজার তরুণ মিছিল নিয়ে অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়