শিরোনাম
◈ ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করলো সরকার ◈ রাজধানীতে ৯ স্থানে সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা ◈ বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন উপদেষ্টা আসিফ নজরুল (ভিডিও) ◈ উপদেষ্টা মাহফুজের মাথায় কিভাবে বোতল পড়ল, যা বললেন সেই শিক্ষাথী ◈ জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের কল্যাণে আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন ◈ টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা, বাংলা‌দেশ পা‌বে ৮ কো‌টি ৭৫ লাখ টাকা ◈ ভারতে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী পুশ-ইন,  কুড়িগ্রামে আটক ৫ ◈ চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সুনির্দিষ্ট রূপ দিতে চায় কমিশন : অধ্যাপক আলী রীয়াজ  ◈ পূর্ণ দিবস ধর্মঘট ঘোষণা, ঢাবির একাডেমিক-প্রশাসনিক ভবনে তালা ◈ মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম না কমালে কঠোর হবে সরকার: ফয়েজ আহমদ

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৫, ০৩:৩০ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চীন প্রতিনিধি : চীনের গুয়াংডং প্রভিন্সের শেনজেন শহরের স্থানীয় এক হোটেলে শনিবার (২২ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বৃহত্তর চীন শাখার আয়োজনে বিভিন্ন শহরে বসবাসরত অর্ধশতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহত্তর চীন শাখা বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন কাননের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা ওয়ালীউল্লাহ্‌ এর সঞ্চালনায় ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও চায়না বিএনপি নেতা আসিফ হক রুপু, শেখ মাহবুবুর রশীদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় জিয়াউর রহমান হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এসএম আল-আমিন, বিএনপি নেতা হাসমত আলী মৃধা, সালাউদ্দিন রিক্তা, জসিম উদ্দিন, রাকিবুল ইসলাম, খোরশেদ আলম অপু, মনোয়ার বায়েজীদ প্রমূখ।

ইফতার মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়। দোয়া পূর্ব আলোচনা সভায় সাবেক ছাত্রনেতা এসএম আল-আমিন বলেন, বিএনপি নিয়ে অতীতেও ষড়যন্ত্র চলেছে, স্বৈরাচার হাসিনা চলে যাওয়ার পরেও এখনো ষড়যন্ত্র চলছে। আমাদের নেতাকর্মীদের এ বিষয়ে সজাগ থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে স্বৈরাচার হাসিনার দোসরদের যেন কোনভাবেই পুনর্বাসিত হতে না পারে।

চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে এবং দেশের স্বার্থ রক্ষায় নেতাকর্মীদের কাজ করার অনুরোধ জানিয়ে সাবেক ছাত্রনেতা আসিফ হক রুপু বলেন দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দেশের মানুষের সাথে চীন শাখার নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়াতে হবে।

জিয়া পরিবারের সকলের জন্য দোয়া কামনা করে অনুষ্ঠানের সভাপতি সাখাওয়াত হোসেন কানন বলেন, আমরা আগামীর রাষ্টনায়ক তারেক রহমানের কর্মী। তার আদর্শে সততা, নিষ্ঠা এবং ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী সকল শক্তিকে মানুষের সেবায় নিয়োজিত করে আমাদের এর প্রমান দিতে হবে। আমাদের কাজ করতে হবে দেশের উন্নয়নের অংশীদার হয়ে। চীনের সাথে সুসম্পর্ক বৃদ্ধি করে বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করতে হবে, যেন দেশের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়