শিরোনাম
◈ গত নয় মাসে গণমাধ্যম ভোগ করছে অভূতপূর্ব স্বাধীনতা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব (ভিডিও) ◈ কাশ্মীর ইস্যু নি‌য়ে আ‌লোচনায় বস‌তে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ◈ বাংলাদেশের ১০ জন কাবা‌ডি খেলোয়াড় চায় ভারত ◈ সোহরাওয়ার্দী উদ্যানের শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দিলো দক্ষিণ সিটি (ভিডিও) ◈ কাস্টমসের কলম বিরতিতে বেনাপোল বন্দরে অচলাবস্থা ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, আসছে কয়েক লাখ নতুন নিয়োগের সুযোগ ◈ সাড়ে তিন বছর পর আদালতের রায়ে বিজয়ী ঘোষণা, মোটরসাইকেল শোভাযাত্রায় এলাকাজুড়ে উৎসব জামায়াত নেতার ◈ কাকরাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উত্তাল আন্দোলন, ২৫টি বাসে শিক্ষক-শিক্ষার্থী যোগদান ◈ ভাতা তালিকায় যুক্ত হচ্ছে লাখো নতুন সুবিধাভোগী, বাদ পড়বেন অযোগ্যরা ◈ ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়কে অবস্থান (ভিডিও)

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০৫ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামালপুরে মির্জা আজমের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

মির্জা আজমের বাড়িতে ভাঙচুরের পর অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের জামালপুরে বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর শহরে মির্জা আজমের দোতলা বাসভবনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল থেকেই মির্জা আজমের বাসভবনের মূল ফটক ও দেওয়াল ভাঙতে বুলডোজার আনা হয়। পরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে।

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস দ্য ডেইলি স্টারকে বলেন, 'শেখ হাসিনার লাইভ বক্তব্যের প্রতিক্রিয়ায় বিক্ষুব্ধ জনতা মির্জা আজমের বাড়িতে হামলা চালায়। আমরা পরিস্থিতি শান্ত করতে চেষ্টা করেছি।'

উল্লেখ্য, গত ৫ আগস্টও মির্জা আজমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। তিনি জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং হুইপসহ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

তবে, মির্জা আজমের বিরুদ্ধে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ লুটপাটের অভিযোগ আছে। হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি সপরিবারে আত্মগোপনে আছেন বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়