শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ০৮:৫৬ রাত
আপডেট : ১২ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযুদ্ধের চেতনার নামে সরকারের ব্যবসা আর চলবে না: মুফতী ফয়জুল করীম

আমিনুল ইসলাম: [২] ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে সরকারের ব্যবসায় ধস পড়ছে, সরকারের ভুয়ামি জাতি সব বুঝে গেছে। 

[৩] বুধবার বিকেলে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময়  অন্যদের মধ্যে দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ উপস্থিত ছিলেন।

[৪] মুফতী ফয়জুল করীম আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে স্বাধীনতার দীর্ঘ ৫৩ বছর পরও জাতিকে বিভক্তি সৃষ্টি করে এককভাবে ফায়দা নেয়ার দিন শেষ আওয়ামী লীগের জন্য। মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতার চেতনা কোনো একক দলের চেতনা নয়। স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, সাম্যের চেতনা সারা বাংলার মানুষের চেতনা। সরকার এটাকে পুঁজি করে ব্যবসা করে আসছে। ছাত্রদের রাজাকারের নাতি-পুতি বলে চপেটাঘাত খেয়ে এখন তা অস্বীকার করছে।

[৫] তিনি বলেন, সরকার একটি মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে। এই দেশটিতে এখন কোনো গণতান্ত্রিক বিধিব্যবস্থা আছে, এটি মনে করার কোনো কারণ অবশিষ্ট নেই। সরকার আজ পর্যন্ত এত নির্মমতা, এত হত্যাকাণ্ড, এত নির্যাতন, এত নিপীড়নের পরও কোনো ধরনের দায়দায়িত্ব স্বীকার করেনি। এমনকি প্রধানমন্ত্রী স্থাপনা ধ্বংসে মায়াকান্না করলেও শত শত জীবন চলে গেল এর জন্য অনুতপ্ত নেই, দুঃখ নেই। এটাই সরকারের জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে। 

[৬] তিনি আরো বলেন, দেশবাসী স্পষ্টভাবে দেখেছি, এই সহিংসতা ছড়ানোর পেছনে ওবায়দুল কাদেরের কী পরিমাণ দায় রয়েছে। তিনি ছাত্রলীগকে নির্দেশ দিয়েছিলেন, তার পরেই কিন্তু সংঘর্ষ ছড়িয়েছে। এই আন্দোলন এখন আর শিক্ষার্থীদের আন্দোলন নেই। এটি শিক্ষক-শিক্ষার্থী-জনতার আন্দোলন হয়ে গেছে। এখন সকলেরই উচিত যার যার অবস্থান থেকে এ আন্দোলনে নেমে পড়া, সহযোগিতা করা।

[৭] মুফতী ফয়জুল করীম ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, গ্রেপ্তার, টিয়ার সেল নিক্ষেপের নিন্দা জানিয়ে গ্রেপ্তারকৃত সকল ছাত্র, বিরোধী দলের নেতাদের মুক্তি দাবি করেন।সম্পাদনা: সমর চক্রবর্তী

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়