শিরোনাম
◈ জমেনি কলকাতার ঈদবাজার, ব্যবসায়ীরা  দুষছেন মোদি-হাসিনাকে  ◈ বিভাজনের পথ বেয়েই আ.লীগ আসবে, বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হোন: মাহফুজ ◈ আ.লীগ পুনর্গঠন নিয়ে পিনাকীর বক্তব্য, যা বললেন সোহেল তাজ ◈ পুলিশ কনস্টেবল থানা থেকে লুট হওয়া অস্ত্র কেনাবেচায় , যেভাবে পড়লেন ধরা ◈ আ’লীগের সমর্থনে মিছিল, যুবলীগ নেত্রীসহ আটক ৩ ◈ নিকেতন ক্লাব থেকে টার্গেট করে গুলশানে এনে ইন্টারনেট ব্যবসায়ীকে খুন ◈ আ.লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করবে গণঅধিকার পরিষদ ◈ আওয়ামী লীগ একটি গাড়ি, তার ড্রাইভার খারাপ হতে পারে, কিন্তু গাড়িটা তো খারাপ নয়: জি এম কাদের ◈ শেখ হাসিনাসহ আওয়ামী লীগের খুনিদের বিচারে দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি: এনসিপি ◈ ইউনিভার্সিটি স্কয়ারে আবারো স্থাপিত হবে যুদ্ধ বিমান

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৪, ০৮:৪২ রাত
আপডেট : ০৭ মার্চ, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড় আন্দোলনের পথে যেতে হবে: মান্না

শিমুল চৌধুরী ধ্রুব: [২] দাবি আদায়ে বড় আন্দোলনের পথে যেতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের বর্ষপূর্তি উপলক্ষ্যে মঞ্চের উদ্যোগে ‘৩১ দফা সংস্কার প্রস্তাব ও রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তর’ শীর্ষক এই আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

[৩] সভায় মান্না বলেন, ‘যেরকম করে যুক্তফ্রন্ট, কংগ্রেস কর্মসূচি দিয়েছে, কেজরিওয়াল দিয়েছে, সেরকম করে কর্মসূচি হতে হবে। এমনও হতে পারে, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের যে আন্দোলনে চলছে, সেটা আমাদের দাবিনামার মধ্যে আসতে পারে। যাতে ছাত্রদেরও আমরা অন্তর্ভুক্ত করতে পারি এবং বড় আন্দোলনের পথে পা বাড়াতে পারি। আমাদের সবাইকে মিলে লড়াইটা করতে হবে এই সরকারের পতনে। যেরকম করে ছাত্ররা গতকাল (বৃহস্পতিবার) ব্যারিকেড ভেঙেছে, সেরকম করে লড়াইয়ের চিন্তা করি।’

[৪] বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাইফুল হক বলেন, ‘কোটা আন্দোলন ইতোমধ্যেই জনগণের মন স্পর্শ করেছে। ছাত্র-তরুণরা বাস্তবে সমগ্র জনগণের আকাক্সক্ষার প্রতিনিধিত্ব করছে। ৫৩-৫৪ বছর পরে একটা জাতিরাষ্ট্রের নিয়োগ পদ্ধতি কী হবে, তা নিয়ে জাতীয় ঐকমত্য তৈরি হয়েছে।’

[৫] কোটা সংস্কার মামলা মোকাদ্দমার বিষয় না বলে উল্লেখ করে তিনি বলেন, ‘এটা রাজনৈতিক, প্রশাসনিক বিষয়। সুতরাং আজকে সরকারকে নীতিগতভাবে কোটা সংস্কারের দাবি গ্রহণ করে খুব দ্রুত একটা কমিশন গঠন করে কীভাবে মেধার ভিত্তিতে আমাদের চাকুরি নিয়োগ হবে সে ব্যাপারে কার্যকর বিশ্বাসযোগ্য উদ্যোগ গ্রহণ করতে হবে।’

[৬] ভারত ও চীনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘কোনো কিছুই নিয়ে আসতে পারেননি, খালি হাতে এসেছেন’ বলে মন্তব্য করে তিনি বলেন, ‘চীন সফর সংক্ষিপ্ত করে তিনি ঢাকায় প্রত্যাবর্তন করেছেন। সরকার ও সরকারি দলে কোনও হাসি নাই। ইতোমধ্যেই রাজনৈতিক বিশ্লেষক ও কূটনীতিকরা খবর দিয়েছেন, ডাল ম্যা কুচ কালা হ্যায়।’ 

[৭] এই বাম নেতা আরও বলেন, ‘ভারত থেকে যেমন কিছু আনতে পারেননি, তারা চীন থেকেও তাদের প্রত্যাশা মতন কোনোকিছুই বাস্তবে আনতে পারেননি। আমি মাঝেমধ্যে বলি- একটা কথা আছে, যে ব্যক্তি একইসঙ্গে দুইটা খরগোশের পেছনে দৌড়ায়, সে একটা খরঘোশও ধরতে পারে না। প্রধানমন্ত্রীর দুই খরগোশের পেছনে দৌড়াতে গিয়ে তার আম ও ছালা দুটোই এখন যাওয়ার জোগাড় হয়েছে।’

[৮] উল্লেখ্য, আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম, জেএসডির সহসভাপতি তানিয়া রব, গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি মিয়া মসিউজ্জামান প্রমুখ। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়