শিরোনাম

প্রকাশিত : ২২ মে, ২০২৪, ১১:০৮ দুপুর
আপডেট : ২২ মে, ২০২৪, ০৬:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আহত শ্রাবণকে হাসপাতালে দেখতে গেলেন রিজভী

শাহানুজ্জামান টিটু: [২] ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের হাতে নির্মম হামলার শিকার হয়ে গুরুতর আহত ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সহ সভাপতি মো.ঝলক মিয়া। তাকে আজ বুধবার (২২ মে) সকাল ৯টায় রাজধানীর একটি হাসপাতালে দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। 

[৩] ছাত্রলীগের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, রক্ত পিপাসু ডামি সরকারের মদদে দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করেছে ছাত্রলীগ-যুবলীগ। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানসহ সারাদেশে খুনখারাবি, ভাংচুর ও জুলুমের রাজত্ব কায়েম করেছে তারা। তাদের দৌরাত্ম্যে দেশের মানুষ এখন বাকরুদ্ধ। নারী পুরুষসহ সমাজের তরুণ সমাজ তাদের দ্বারা আজ আক্রান্ত। 

[৪] তিনি বলেন, হামলা করে নিপীড়ন নির্যাতন করে গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখা যাবে না। তিনি অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও শ্রাবণের সুস্থতা কামনা করেন। 

এমটি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়