শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২২, ০৯:৩১ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২২, ১০:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তে সুনশান নিরবতা, ওপারে মিয়ানমার সেনাদের টহল 

কামাল শিশির, রামু : গত শনিবার ভয়াবহ পরিস্থিতির স্বাক্ষী হয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের মানুষ। ভারী অস্ত্র আর গোলাবারুদের মুহুর্মুহু আওয়াজে আতঙ্ক বিরাজ করছিল সেখানকার বাসিন্দাদের মধ্যে।

রোববার ওপার থেকে ভেসে আসেনি কোনো গোলাবারুদের শব্দ। আকাশে চক্কর দেয়নি কোনো যুদ্ধবিমানও। সুনশান নিরবতা ছিল দিনভর। তবে কাঁটাতারের ওপারে মিয়ানমারের ভেতরে সেনাদের টহল দিতে দেখা গেছে। বাংলাদেশের দিকে তাদের ছিল সতর্ক দৃষ্টি। বাংলাদেশে যৌথ সামরিক কারখানা করতে চায় ভারত রোহিঙ্গা সংকটে ভারতের মূখ্য ভূমিকা চায় বাংলাদেশ।

এর আগে গত শনিবার আকাশ সীমানায় মিয়ানমারের যুদ্ধবিমান ও হেলিকপ্টারের ভয়াবহ তাণ্ডব দেখেছে এপারের মানুষ। তারা জানিয়েছেন, ২৮ আগস্টের পর শনিবারও দুটি মর্টার শেল এসে বাংলাদেশের অংশে পড়েছে। তাই নতুন করে আতঙ্ক সৃষ্টি হয় সবার মাঝে।শনিবার বিকেলে ঘুমধুম ইউনিয়নের বাইশপারি সীমান্ত এলাকায় ওই দুটি মর্টার শেল এসে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় বাইশপারি এলাকার সুউচ্চ পাহাড়ের চূড়ায় ওঠে দেখা গেছে সেই দিনের ক্ষয়ক্ষতির চিত্র।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, রোববার গোলাগুলির শব্দ না শোনা গেলেও তাদের মধ্যে আতঙ্ক কাটেনি। তবে অতিরিক্ত বিজিবি মোতায়েন হয়েছে বলেও জানান তিনি।

বিদ্রোহী দমনে মিয়ানমারের অভ্যন্তরের সংঘর্ষ হলেও একের পর এক ভারী গোলাবারুদ বাংলাদেশের অভ্যন্তরে নিক্ষিপ্ত হওয়ায় রাষ্ট্রীয় উদ্বেগ বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়