শিরোনাম
◈ তেল আমদানি এখনো পুরনো দামে, যুদ্ধ দীর্ঘ হলে পরিস্থিতি পুনর্বিবেচনা হবে: সালেহউদ্দিন আহমেদ ◈ ট্রাম্পের আকস্মিক জি-সেভেন সম্মেলন ত্যাগ: ইরান-ইসরায়েল নয়, আরও বড় কিছু ঘটছে? ◈ জুলাই মাসের মধ্যে `জাতীয় সনদ' তৈরি করতে পারবো: আলী রীয়াজ ◈ ঐকমত্য কমিশনের সংলাপ বয়কট করল জামায়াতে ইসলামী ◈ নেতানিয়াহুর ঔদ্ধত্যে ইসরায়েলের সামরিক অহংকার চূর্ণ, ইতিহাসে ফিরছেন আহমদ চালাবির ছায়া:হামিদ মীর ◈ ইরান-ইসরায়েল সংঘাতে জি-৭ নেতাদের বিবৃতি: ইসরায়েলের পক্ষে অবস্থান, ইরানকে ‘সন্ত্রাসের উৎস’ আখ্যা ◈ ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানাল ২১ মুসলিম দেশ ◈ ভয়াবহ যুদ্ধের ই‌ঙ্গিত দি‌য়ে  ইরা‌নের রাজধানী তেহরানের বাসিন্দাদের শহর ছাড়তে বললেন ডোনাল্ড ট্রাম্প ◈ ইসরায়েল ইরানে পরমাণু বোমা ফেললেই, পাকিস্তান পরমাণু হামলা চালাবে নেতানিয়াহুর দেশে, এবার কি তৃতীয় বিশ্বযুদ্ধ? ◈ দেখা হলে সাকিবকে  জিজ্ঞাসা করবো কেন আমার বিরু‌দ্ধে ভুল তথ্য দি‌য়ে‌ছি‌লেন : তা‌মিম ইকবাল

প্রকাশিত : ১৫ মে, ২০২৫, ০১:৩৯ রাত
আপডেট : ১৬ জুন, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সস্তায় মাঠার নামে টিস্যু খাচ্ছেন না তো? সচেতন করছেন বিশেষজ্ঞরা (ভিডিও)

গরমে হাঁসফাঁস করা শহরবাসীর কাছে মাঠা বা বাহারি পদের শরবত এখন এক চুমুকে প্রশান্তির আশ্রয়। কিন্তু সম্প্রতি বিভিন্ন স্থানে ‘সস্তা মাঠা’ বা ‘প্রাকৃতিক শরবত’ বলে বিক্রি হওয়া পানীয় নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করছেন—এসব পানীয়তে সত্যিকারের দই, মসলা কিংবা স্বাস্থ্যকর উপাদানের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে কেমিক্যাল আর রঙ মেশানো পানি, এমনকি কোথাও কোথাও টিস্যু পেপার ভিজিয়ে সেই পানি মিশিয়ে তৈরি করা হচ্ছে কৃত্রিম ঘনত্ব!

রাজধানীর নিউমার্কেট, গুলিস্তান ও চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, অনেক অস্থায়ী দোকানে ‘মাঠা’ নামক একটি সাদা ঘোলাটে পানীয় ১০ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে আসল মাঠার উপাদান দই-চিনির বাজার মূল্য হিসেব করলে কমপক্ষে ২৫-৩০ টাকা খরচ পড়ার কথা। সন্দেহজনক এই অস্বাভাবিক দামে বিক্রি হওয়া পানীয়ের নমুনা পরীক্ষায় উঠে এসেছে, এতে কোনো দুধজাত দ্রব্য নেই বরং পানি, ফ্লেভার, রঙ এবং অতিরিক্ত সোডিয়াম সংমিশ্রিত এক ধরনের দ্রবণ ব্যবহৃত হয়েছে। এবং ঘনত্ব বাড়ানোর জন্য টিসু পেপারও ব্যবহার করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এসব ভেজাল মাঠা পানে হতে পারে পেটের অসুখ, ফুড পয়জনিং, এমনকি দীর্ঘমেয়াদি লিভার ক্ষতি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুষ্টিবিদ ডা. রওশন আরা বলেন, “টিস্যু বা কেমিক্যাল ব্যবহার করে বানানো এইসব ভেজাল মাঠা শিশু ও বৃদ্ধদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।”

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে ভেজাল মাঠার দোকান বন্ধ করে দেয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সাধারণ জনগণকে অনুরোধ করা হচ্ছে, রাস্তাঘাটে অস্বাভাবিক সস্তা দামে বিক্রি হওয়া কোনো পানীয় পান না করতে এবং সন্দেহজনক কিছু দেখলে ১৬১২১ নম্বরে কল করে অভিযোগ জানানোর জন্য।
বিস্তারিত ভিডিওতে

  • সর্বশেষ
  • জনপ্রিয়