শিরোনাম
◈ এইচএসসির উত্তরপত্র আপাতত বোর্ডে না পাঠানোর নির্দেশ ◈ হত্যা চেষ্টার স্থলে ফিরে যাওয়ার সংকল্প ট্রাম্পের  ◈ দেশকে পঙ্গু করে ভিক্ষুকের জাতিতে পরিণত করতে এ সহিংসতা : প্রধানমন্ত্রী ◈ খান ইউনুসে চলছে প্রচণ্ড লড়াই : আটকা পড়েছে প্রায় ২ লাখ ফিলিস্তিনি ◈ দেশের ৮ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ◈ বাংলাদেশ নিয়ে আমার বক্তব্য বিকৃত করেছে বিজেপি: মমতা ব্যানার্জি ◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৪, ০৩:০১ রাত
আপডেট : ০২ মার্চ, ২০২৪, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগুন লাগার বিভিন্ন কারণ থাকলেও দুটি কারণে আগুন ছড়ায় বেশি 

রহমান শেলী

রহমান শেলী: বেইলি রোডের আগুনের সূত্রপাত নীচ থেকে। এই পর্যন্ত ৪৬ জন মারা গেছেন। বেশির ভাগই আগুনে শরীর পোড়া নয়। তাতে ধারণা, যারা ভেতরে ছিলেন, তারা ধোয়ার কুন্ডলিতে সাফোকেশনে মারা গিয়েছেন। আগুন লাগার বিভিন্ন কারণ থাকলেও দুটি কারণে আগুন ছড়ায় বেশি। আগুনে পোড়া বিভিন্ন ঘটনাস্থলে গিয়ে আমার উপলব্ধি। 

[১] আগুন লাগার সাথে সাথে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার না করলে বা না জানলে বা অন্য উপায়ে আগুন বন্ধ করা না হলে। [২] ভেতরে ইন্টেরিয়রে প্রচুর কাঠ বা মেলামাইন ব্যবহার করা। যা সহজে এক মাথায় আগুন লাগলে সব জায়গায় ছড়িয়ে যায়। আর এসব কাঠে একধরনের ক্যামিকেল ব্যবহার করে। যা আগুনকে পুড়তে সাহায্য করে। কী করা যায়? সকল নাগরিকের জরুরি বিষয়গুলো গুরুত্ব দিয়ে নিজ থেকে প্রশিক্ষণ নেওয়া। অথবা সরকার আইন করে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে। স্কুল ক্যারিকুলামে কিছু প্রশিক্ষণ সংযুক্ত করা যেতে পারে। দুই এক জায়গা আসলেও পর্যাপ্ত বয়।

বাসা বাড়ি দোকানে ইন্টেরিয়রে আগুন পুড়ে দ্রুত ছড়ায় সেসব জিনিস ব্যবহার না করা। খুবই ছোট একটা প্রশিক্ষণ। ফায়ার এক্সটিংগুশারের মাথার পিনটা টেনে খুলে চাবিতে টিপতে হবে। তাতে গ্যাস বের হবে। চোখের সামনে থাকলেও তা করি না বা শিখি না আমরা। পরিবর্তন দরকার মন মানসিকতার। আগুন লাগে। ঘটনাস্থলে আমরা আসি। অনুসন্ধান হয়। তদন্ত হয়। কিন্তু শিক্ষা নিই কয়জন? লেখক: SP, PBI, Dhaka Metro South

  • সর্বশেষ
  • জনপ্রিয়