শিরোনাম
◈ মা, আমার সব জ্বলে’ — স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ ইউশা ◈ সাগারিকার এক হালিতে বিধ্বস্ত নেপাল, সাফে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ সুন্দরবনের উপকূলে চার শতাব্দীর পুরনো কালীবাড়ি-শিববাড়ি পরিণত হতে যাচ্ছে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যে ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে বর্ষায় প্রাণ ফেরে বাধালের নৌকার হাটে ◈ সাপের কামড় খেয়ে সাপ নিয়ে হাসপাতালে হাজির তিনজন ◈ কুড়িগ্রামে বিপৎসীমার অতি কাছে তিস্তা নদীর পানি ◈ উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানে সমস্যা আঁচ করেন পাইলট তৌকির ইসলাম, জানিয়েছিলেন কন্ট্রোল রুমেও ◈ শনাক্ত মৃতেদহ পরিবারের কাছে দ্রুত হস্তান্তর করা হবে: প্রধান উপদেষ্টার কার্যালয় ◈ কুড়িগ্রামের ৭ উপজেলায় নির্মিত হচ্ছে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ◈ বিমান বিধ্বস্তের লোমহর্ষক বর্ণনা দিলেন শিক্ষার্থী (ভিডিও)

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৪, ০৩:৪৪ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৪, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবুল হায়াত : ৬০ বছর ধরে অভিনয় করে যাচ্ছেন!

জান্নাতুল ফেরদৌস : আবুল হায়াত। একজন খ্যাতিমান অভিনেতা। অভিনয় জীবনের শুরুটা করেছিলেন মঞ্চ নাটক দিয়ে। ৬০ বছরের বেশি সময় ধরে নাটকেই ঢেলে দিয়েছিলেন মনপ্রাণ, তাঁর রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে অভিনয়। দেশের সেরা নাটকের দল নাগরিক নাট্যসম্প্রদায়ের অন্যতম একজন। টানা কয়েক দশক তিনি মঞ্চে অভিনয় করেছেন। টেলিভিশন নাটক, চলচ্চিত্র, মঞ্চ, বেতার নাটকে সুদীর্ঘ ৫ দশকেরও বেশি সময় ধরে তিনি অভিনয় করছেন। অসম্ভব খ্যাতি অর্জন করেছেন একজীবনে। পেয়েছেন কোটি দর্শকের ভালোবাসা। এখনো অভিনয়ে সরব। অভিনয়ের পাশাপাশি লেখালেখিও করেন নিয়মিত। এই গুণী অভিনেতা জন্মগ্রহণ করেন ১৯৪৪ সালের ৭ সেপ্টেম্বর।
আবুল হায়াত বহু বছর ধরে টিভি নাটক, সিনেমা, আর বিজ্ঞাপনে সফলতার সঙ্গে অভিনয় করে আসছেন। জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ রচিত প্রচুর নাটকে তিনি অংশ নিয়েছেন। ‘মিসির আলি’ তার একটি স্মরণীয় চরিত্র। ১৯৬৯ সালে ‘ইডিপাস’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে প্রথমবারের মতো টিভি পর্দায় তার অভিনয়ের অভিষেক ঘটে। এরপর একে একে ৫০০ এরও অধিক নাটকে অভিনয় করেছেন। সাহিত্য জগতেও নিজের নাম লিখিয়েছেন। ১৯৯১ সালের বই মেলায় তার প্রথম উপন্যাস প্রকাশিত হয়। উপন্যাসটির নাম ছিলো ‘আপ্লুত মরু’। এরই ধারাবাহিকতায় একে একে বের হয়, নির্ঝর সন্নিকট, এসো নীপো বনে (তিন খ-), অচেনা তারা, জীবন খাতার ফুট নোট (দুই খ-), জিম্মি, এসো নীপবনে, ঢাকামি, জীবন খাতার ফুটনোট, মিতুর গল্প।
‘ইডিপাস’-এর পর ‘নক্ষত্রের রাত’, ‘আজ রবিবার থেকে জোছনার ফুল’, ‘খেলা’, ‘হাউজফুল’সহ অসংখ্য দর্শকনন্দিত নাটকে অভিনয় করে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন। তাকে বলা হয় টিভি নাটকের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ‘বাবা’। শুধু অভিনয়েই নয়, নাট্যকার হিসেবেও নিজের প্রতিভার আলো ছড়িয়েছিলেন। পরিচালনা করেছেন উন্মেষ, দিল দরিয়া, জোছনার ফুল, মন+হৃদয়, হারানো সুর, হাত বাড়িয়ে দেও-এর মতো বহু আলোচিত নাটক। সম্প্রতি ‘উপহার’ নাটকেও ছড়িয়েছেন নিজের দ্যুতি। নাট্যজগতের পাশাপাশি চলচ্চিত্র জগতেও নিজেকে করেছেন সমৃদ্ধ। ১৯৭৩ সালে ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ ছবিতে স্বল্প উপস্থিতির চরিত্রে প্রথম অভিনয় করেন। একই বছর ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’তেও অভিনয় করেন। কেয়ামত থেকে কেয়ামত, প্রাণের চেয়ে প্রিয়, প্রেমের তাজমহল থেকে শঙ্খনীল কারাগার, আগুনের পরশমনি, জয়যাত্রা, দারুচিনি দ্বীপ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অজ্ঞাতনামা, ফাগুন হাওয়া’সহ অসংখ্য ছবিতে অভিনয় করেছেন। 
এছাড়া বিজ্ঞাপনের মডেল হিসেবেও বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন, উপস্থাপক হিসেবেও প্রশংসিত হয়েছিলেন। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ আবুল হায়াত তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয়ের জন্য প্রথম ও একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। আবুল হায়াত ২০১৫ সালে একুশে পদকে ভূষিত হয়েছিলেন। এছাড়া মেরিল প্রথম আলো পুরস্কারসহ বহু পুরস্কারে ভূষিত হন। সর্বশেষ হৃদি হক পরিচালিত ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমায় অভিনয় করেছেন। 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়