শিরোনাম
◈ নিজ দলের নেতার হাত থেকে নারী নেত্রী রেহাই পায় না: রুমিন ফারহানা ◈ বেনাপোল বন্দরে বাণিজ্য ঘাটতি ৭ লাখ টনের বেশি: আমদানি-রপ্তানিতে ভারত-বাংলাদেশের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা ◈ মার্কিন রাজনীতিতে ইলন মাস্কের নতুন চমক: ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণা ◈ নারী ফুটবল দল রাত দেড়টায় ঢাকায় ফির‌বে, বাফু‌ফে সংবর্ধনা দে‌বে রাত আড়াইটায়   ◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায়

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৪, ০২:৩০ রাত
আপডেট : ১১ জানুয়ারী, ২০২৪, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যাটরিনার সংসারে অশান্তি, কথা বন্ধ প্রায়!

জান্নাতুল ফেরদৌস : ক্যাটরিনা বলেন, ভিকিকে কিছু জিজ্ঞাসা করলে, ভিকি বলে আমার উচ্চারণ বুঝতে পারছে না। তাই উত্তরও দিতে পারে না। ভিকির কাছে এমন কথা শোনার পর খুব হতাশ লাগে। আমি কথা বন্ধ করে দিই। তারপর নিজে থেকেই সব ঠিক হয়ে যায়। বলিউড তারকা ঐশ্বরিয়ার সংসারে অশান্তির আগুন জ্বলছে বেশ কদিন ধরেই। স্বামী অভিষেকের সঙ্গে তার নাকি ছাড়াছাড়ি হয় হয় ভাব। এই গুঞ্জনের মধ্যে এবার আরেক তারকা দম্পতির সংসারে অশান্তির সুর। ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশল দম্পতির সংসারেও নাকি আগুন ধরেছে। আস্তে আস্তে ছড়াচ্ছে সেই আগুন। ‘গ্ল্যামার গার্ল’ ক্যাটরিনার স্বামী ভিকি মানিয়ে নেয়ার চেষ্টা করছেন। তবে অশান্তি যেন বাড়ছেই। কখনও কখনও কথা বলাও বন্ধ হয়ে যায় এই দম্পতির। সংবাদ প্রতিদিন লিখেছে, স্ত্রী ক্যাটরিনা কাইফকে নাকি আজকাল সামলাতেই পারছেন না ভিকি কৌশল। যতোদিন যাচ্ছে, ততোই নাকি ক্যাটরিনার মেজাজ তুঙ্গে থাকছে। আর সেই মেজাজ সামলাতে নাকি একেবারে হিমশিম অবস্থা ভিকির! হ্যাঁ, অন্তত বলিউডের গুঞ্জনপাড়ায় এমনই শোনা যাচ্ছে। কৌশল পরিবারের অন্দর থেকে নাকি নিত্যদিন অশান্তি, ঝামেলার আওয়াজ!
সম্প্রতি নতুন সিনেমা ‘মেরি ক্রিসমাস’- এর প্রচারে এক সাংবাদিকের প্রশ্নে, অন্দরের কথা ফাঁস করে ফেলেন ক্যাট। হঠাৎই বলে ফেলেন, ভিকির সঙ্গে তার নিত্য ঝামেলার কথা। ক্যাটরিনা বলেন, লোকে আমাদের সোশ্যাল মিডিয়ার ছবি দেখে ভাবে আমাদের দুজনের মধ্যে কতো ভাব! কিন্তু কথায় কথায় আমাদের মধ্যে ঝগড়া লাগে। মুশকিল হলো, আমি একাই কথা বলে যাই, ভিকি চুপ করে থাকে। তিনি বলেন, ভিকিকে কিছু জিজ্ঞাসা করলে, ভিকি বলে আমার উচ্চারণ বুঝতে পারছে না। তাই উত্তরও দিতে পারে না। ভিকির কাছে এমন কথা শোনার পর খুব হতাশ লাগে। আমি কথা বন্ধ করে দিই। তারপর নিজে থেকেই সব ঠিক হয়ে যায়। ক্যাটরিনার এই কথাকে টেনেই গুঞ্জনপাড়ায় তুমুল শোরগোল। নিন্দুকরা বলছেন, ক্যাটরিনা হয়তো একেবারেই মানিয়ে নিতে পারছেন না কৌশল পরিবারে। আর সেই কারণেই এই ছোটোখাটো অশান্তি। কিছুদিন আগেই ‘টাইগার থ্রি’ সিনেমায় ক্যাটকে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে। এবার থ্রিলারধর্মী ‘মেরি ক্রিসমাস’-এ রহস্যের জাল বুনতে চলেছেন অভিনেত্রী। ২০২১ সালের ডিসেম্বর মাসে গাঁটছড়া বাঁধেন ভিকি-ক্যাটরিনা। সূত্র : নিউজ বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়