শিরোনাম
◈ গভীর ঘু‌মে যখন নগরবাসী তখন সংবর্ধনা পে‌লেন আফঈদা-ঋতুপর্ণারা ◈ নারী এশিয়ান কাপে ১১ দলই চূড়ান্ত, ফিফা র‌্যাঙ্কিংয়ে সবাই বাংলাদেশের উপ‌রে ◈ চী‌নে এশিয়া কাপ হ‌কি‌তে বাংলা‌দে‌শের হ্যাটট্রিক জয়  ◈ তিন নম্বর সতর্ক সংকেতে সুন্দরবনের খালে আশ্রয় নিয়েছে শত শত মাছ ধরার ট্রলার ◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৪, ০২:৩৩ রাত
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২৪, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাদের দেশের ঋণখেলাপিরা দোষ করলো কোথায়! 

লীনা পারভীন

লীনা পারভীন: বেস্ট সেলিং বই ‘Rich Dad, Poor Dad’ এর জনক রবার্ট কিয়স্কি সম্প্রতি তার এক পডকাস্টে খোলামেলাই বলেছেন যে, তিনি ১.২ বিলিয়ন ঋণের মালিক। এই ঋণ নেওয়াকে তিনি গ্লোরিফাই করেছেন ব্যক্তিগত অর্জনের দিক থেকে যেখানে সুক্ষ্মভাবে বলতে চেয়েছেন যে ব্যাংক দেউলিয়া হলেও যেন ব্যক্তির আর্থিক অসঙ্গতি দেউলিয়াপনায় ডুবে না যায় তেমন বিনিয়োগের রাস্তাটাও দেখিয়েছেন ব্যক্তিগত উদাহরণ দিয়ে। অর্থনীতির পুরনো সূত্রই হচ্ছে ভালো ঋণ ও খারাপ ঋণের হিসাব। কিন্তু জনাব কিয়স্কির আলাপের মাঝে কোথায় যেন দারুণ স্বার্থপরতার একটা জায়গা ফুটে উঠেছে। আমার ভুলও হতে পারে। তবে ব্যাংক থেকে ঋণ নিয়ে যদি সেটা আপনি পরিশোধ না করেন, বছরের পর বছর আটকে রাখেন, এতে করে আপনি লাভবান হচ্ছেন। কিন্তু ব্যাংকের তো নিজের টাকা থাকে না। সেখানে নাগরিকদের জমানো অর্থই বিনিয়োগ করছে ব্যাংকগুলো। তার মানে তিনি কি সরাসরি ঋণখেলাপি হওয়াকে অর্থনৈতিক সুবিধা বলে গ্লোরিফাই করতে চাইলেন? যদি এমনটা হয়, তাহলে কি ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক সঞ্চয়ের যে জায়গাগুলো সেগুলো নষ্ট হয়ে যাবে না? আমি পরিষ্কার নই। কারণ পত্রিকাগুলো এটুকুই প্রকাশ করেছে কেবল। আমার ইংরেজি জ্ঞানও ভালো না, তাই ভুলও বুঝতে পারি। গোটা আর্টিকেলে কোথাও ঋণ ফেরতের আলাপ আসেনি। কেবল ঋণ নিয়ে কোথায় বিনিয়োগ করলে আমার পকেট ফুলে উঠবে বা ভালো বিনিয়োগ হবে, সেটাই বলা হয়েছে সম্ভবত।
এমন যদি হয় তাহলে আর আমাদের দেশের ঋণখেলাপিরা দোষ করলো কোথায়? তারা তো ব্যাংক থেকে আপনার আমার টাকা তুলে নিয়ে বিনিয়োগই করছেন। ফেরারী কিনছে আর কয়জন? নাকি মোটিভেশনাল স্পিকারের ব্যানারে তিনি নিজের ঋণগ্রস্ততাকে বৈধতা আনতে চাইলেন ফর ফিউচার প্রি-কশন? আমরা সবাই জানি আমেরিকায় ব্যাংকিং সেক্টর ঝুঁকির মুখে। কে জানে হয়তো কিয়স্কির মতো অর্থনৈতিক প্ল্যানের বেস্ট সেলাররাই ঋণ নিয়ে আটকে রেখেছে বলেই সাধারণ মানুষ সব হারিয়ে ফেলছে? কিছু মনে করবেন না। ধৃষ্টতা হলেও আমি কোনোদিন মোটিভেশনাল স্পিকারদের বই বা বক্তব্য কোনোটাই ফলো করি না। একজনের জন্য যেটা সুবিধা অন্যের জন্য সেটাই হয়তো বড় বিপদের হতে পারে। ফলে হতাশা কমার বদলে বেড়েই যায়। এই যেমন তিনি সামাজিকভাবে প্রতিষ্ঠিত বলে হয়তো কেউ ঋণ ফেরতের আলাপে যাচ্ছে না। কিন্তু আপনি আমি অতি সাধারণ মানুষ যদি ঋণ নিয়ে ফিরত না দিই তাহলে কোমড়ে দড়ি পরবো না, সেই আশঙ্কা কি উড়িয়ে দেওয়া যায়? ফেসবুকে ৬-১-২৪ প্রকাশিত হয়েছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়