শওগাত আলী সাগর, ফেসবুক: অধ্যাপক দজো গো ইউনিভার্সিটি অব উইসকনসিন-এর চ্যান্সেলর। স্ত্রী অধ্যাপক কারম্যান উইলসন। দুজনে মিলেই পর্নো ভিডিও বানাচ্ছিলেন অনেক দিন ধরেই। পর্ণো ভিডিওতে নিজেরাও অ্যাপিয়ার হয়েছেন। দুজনের কেউই এতে আপত্তির কিছু দেখেননি। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পুরো ব্যাপারটাই অগ্রহণযোগ্য মনে হয়েছে। উইসকনসিন বিশ্ববিদ্যালয় বোর্ড চ্যান্সেলর জো গোকে বরখাস্ত করেছে।
এই বরখাস্তের সিদ্ধান্তটি মানতে পারছেন না মি. গো। তিনি বলছেন, তাকে চাকুরীচ্যূত করার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার অবাধে মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। তার ভাষ্য, আমি এবং আমার স্ত্রী এমন একটি দেশে বসবাস করি যেখানে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট আছে।
মি. জো গো এর ভাষ্য, তারা দুজনেই প্রাপ্ত বয়স্ক এবং পারষ্পরিক সম্মতিতে তাদের যৌনতা নিয়ে ভিডিও করেছেন।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাড়াবাড়ি করেছেন। তার দাবি, তাদের পর্ণো ভিডিওতে তিনি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সে কথা কিংবা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করেননি। কাজেই এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করণীয় কিছু নেই।
ইন্টারেস্টিং ইনডিড!
এসবি২