সৈয়দ ইশতিয়াক রেজা: দেশে পেঁয়াজ ব্যবসায়ীর সংখ্যা কতো? সবগুলোকে গ্রেফতার করা কি কঠিন? ধরে ভালো করে শায়েস্তা করা দরকার...। দেশে পেঁয়াজের কোনো সংকট না থাকলেও রাতারাতি শত শত কোটি টাকা কামিয়ে নিলো এরা। ভারত ২০২৩-২৪ অর্থবছরের ছয় মাসে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে যতো পেঁয়াজ রপ্তানি করেছে তার ৪০ শতাংশই এসেছে বাংলাদেশে। অক্টোবর নভেম্বরে আরও এসেছে। এর অর্থ হলো পেঁয়াজ গুদামে আছে। এছাড়া স্থানীয়ভাবে উৎপাদিত নতুন পেঁয়াজও বাজারে আসছে। এই অবস্থায় এমন একটা অবস্থা সৃষ্টি করা ফৌজদারি অপরাধের শামিল। বাংলাদেশের ব্যবসায়ীরা যে কত ভয়ঙ্কর মুনাফাখোর, কতটা গণবিরোধী সেটা আরেকবার বোঝা গেলো। এদের শাস্তি দেওয়াই ন্যায্যতা...। লেখক: সিনিয়র সাংবাদিক। ফেসবুক থেকে