শিরোনাম
◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০২:০৩ রাত
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের শিক্ষাব্যবস্থার মেরুদণ্ড ধ্বংস হয়ে গেছে সেই ২০১০ সালের পর থেকে 

মিরাজুল ইসলাম

মিরাজুল ইসলাম: ২০১০ সাল পর্যন্ত শিক্ষানীতি কারিকুলামে যারা পড়াশোনা করেছে তারা ভাগ্যবান। সময় জবাব দেবে। যুগের সঙ্গে পরিবর্ধনের অজুহাতে কিছুদিন পরপর কারিকুলাম পরিবর্তন কোনো দেশের প্রজন্মের জন্যই মঙ্গলজনক নয়। যেকোনো নতুন কারিকুলাম ভালো হলো না খারাপ হলো সেই প্রশ্ন আপেক্ষিক। কারণ তা প্রমাণ করতে সময় প্রয়োজন। কিন্তু শিক্ষার্থীদের গিনিপিগ বানিয়ে বারবার শিক্ষা কারিকুলামে গ্রহণ-বর্জনের তোড়জোড়ের পেছনে ‘হাওড়ের উপর অহেতুক পদ্মা সেতু প্রকল্প’ জাতীয় অর্থ লেনদেনের গোপন এজেণ্ডা লুকিয়ে থাকতে পারে তা আমজনতার অজানা। 

একটি দেশের জাতীয় শিক্ষা কারিকুলাম পরিবর্তনে কত টাকার শ্রাদ্ধ হয় এবং দেশের তথাকথিত শিক্ষাবিদগণ অপ্রয়োজনীয় কারিকুলাম পরিবর্তন প্রকল্পের মাধ্যমে কী পরিমাণ ‘ফাও টাকা’ উপার্জন করেন তার শ্বেতপত্র কখনো প্রকাশিত হবে না। পুরো দেশে শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশই ‘স্ট্রাগলিং লার্নার’ মানে কম মেধাবী কিংবা ক্লাস রুম ভালো লাগে না। অন্তত তাদের কথা চিন্তা করেও যারা ঘন ঘন কারিকুলাম পরিবর্তন করতে সরকারকে প্ররোচিত করেন, আমার মতে তারা দেশের শিক্ষা ব্যবস্থার এক নম্বর শত্রু। নতুন কারিকুলাম নিয়ে তথাকথিত টিকটক ভিডিওগুলো মূলত আলোচনার মোড় ঘুরিয়ে তাদের অপরাধগুলো ধামাচাপা দিচ্ছে। বাংলাদেশের শিক্ষাব্যবস্থার মেরুদণ্ড ধ্বংস হয়ে গেছে সেই ২০১০ সালের পর থেকে। এখন চলছে জাহাজ ভাঙা শিল্পের মতো তাকে ভাঙচুর করে ব্যবসা করা।
 লেখক ও চিকিৎসক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়