শওগাত আলী সাগর: ধরুন, আপনার বাচ্চাকে স্কুল থেকে একটি গল্পের বই দিয়ে দেওয়া হলো। বলা হলো, প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি গল্প পড়ে ঘুমাতে যেতে হবে। এটির নাম দেওয়া হলো ‘বেড টাইম স্টোরি’। যে বাচ্চারা (মানে প্রাক প্রাথমিক বা প্রাথমিকের) নিজে নিজে পড়তে পারে না, তাদের অভিভাবকদের কেউ একজন বিছানার পাশে বসে একটি গল্প পড়ে শোনাবেন। কোন দিন কোন গল্পটা পড়া হলোÑ তা আবার একটি খাতায় গল্পের নাম, তারিখ দিয়ে লিখে রাখতে হবে। স্কুলে এমন একটি নিয়ম চালু করা হলে (আমি নিশ্চিত না বাংলাদেশের এই ধরনের ব্যবস্থা আছে কী না) অভিভাবক হিসেবে আপনার প্রতিক্রিয়া কী হবে। চালু না থাকলে এমন একটি ব্যবস্থা চালুর দাবি জানাবেন কি না। এটি কেবলমাত্র বাংলাদেশের বন্ধুদের জন্য। লেখক : কানাডা প্রবাসী সাংবাদিক