বিজন সরকার, ফেসবুক: বিএনপি যদি নির্বাচনে আসে আবারো ব্ল্যাকমেইলের শিকার হবে নিশ্চিত! দলটিকে নির্বাচনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এই প্রশাসন দিয়ে কেয়ারটেকার করেও নির্বাচন ভাল করা সম্ভব নয়।
বিএনপির যদি নির্বাচনে যায় দলটি ক্ষতিগ্রস্ত হবে। বিএনপির উচিত আওয়ামী লীগকে আরেকবার ভোট চুরির পরিবেশে সহায়তা করা, দলটির ভোট চুরির প্রবণতা জাগিয়ে দেওয়া। দেখবেন কাদেররা দলে দলে ৫৭ সেকেন্ড ৪৩ ভোট মারছে।
কিন্তু আওয়ামী লীগ এবার ২০১৪ ও ২০১৮ সালের মত আরেকটি নির্বাচন করে এফোর্ড করতে পারবে না। এবার যুদ্ধটি আওয়ামী লীগ বনাম বিএনপি নয়।
বাংলাদেশের গণতন্ত্র পশ্চিমা বিশ্বের রাজনৈতিক লক্ষ্য, সেটি তারা স্পষ্ট করেই বলছে। তারা ২০১৪ ও ২০১৮ সালের মত সুপারিশদাতা নয়।
ফলে আওয়ামী লীগ এখন একটি লোজলি টাইট বস্তায় আছে। কারণ পশ্চিমারা বাংলাদেশের ব্যবসায় হাত দেওয়ার ইংগিত দিচ্ছে। এমতাবস্থায়, বস্তা ধীরে ধীরে টাইট হয়ে আসছে।
বিজন সরকার: ফেসবুক লিংক https://www.facebook.com/bijon.k.sarker
আপনার মতামত লিখুন :