জাফর ওয়াজেদ:-
১৫ নভেম্বর, ১৯৭১ : চারজন সিএসপি ও একজন ইপিএস অফিসারের মৃত্যু পাকিস্তান সরকারের পক্ষ থেকে স্বীকার করা হয়, গত ২৫ মার্চের পর থেকে এ পর্যন্ত ‘প্রদেশের’ বিভিন্ন স্থানে নিয়োজিত চারজন সিএসপি ও একজন ইপিএস অফিসারের মৃত্যু হয়েছে। এদের মধ্যে কুষ্টিয়ার এসডিও নাসিম ওয়াকার বাট ৩১ মার্চ, চুয়াডাঙ্গার এসডিও মোহাম্মদ ইকবাল ১৫ এপ্রিল, নঁওগার এসডিও মোহাম্মদ নিবারুল হামিদ ১৬ এপ্রিল, সিরাজগঞ্জের এসডিও এ.কে শামসুদ্দিন ২০ মে এবং যশোরের সাব-জজ মোজাফফর হোসেন (ইপিসিএস) ৩ সেপ্টেম্বর নিহত হন।
কুমিল্লার ডিসি, এসপি সহ আর ৮-৯ জনের হত্যাকাণ্ড এই তালিকায় প্রকাশ পায়নি। এই তালিকার প্রথম ৩ জন পশ্চিম পাকিস্তানি। শামসুদ্দিনকে তার ভায়রা কেবিনেট সচিব শফিউল আযমের মাধ্যমে ঢাকায় ডেকে এনে নির্মমভাবে হত্যা করা হয়। চুয়াডাঙ্গার এসডিও মোহাম্মদ ইকবাল মেহেরপুর (এসডিও তৌফিক ইলাহীর নিকট) আশ্রয়কালে বিক্ষুব্ধদের হাতে নিহত হন এবং এমএনএ মোহাম্মদ ছহিউদ্দিনের (জনপ্রশাসন প্রতিমন্ত্রীর পিতা) নামে সামরিক আদালতে বিচারের জন্য আরও তিনটিসহ অভিযোগের চার্জশীট দাখিল করা হয়। লেখক: মহাপরিচালক, পিআইবি