মিরাজুল ইসলাম: ভারত-কানাডার মধ্যে কূটনৈতিক সম্পর্ক সাময়িকভাবে বিচ্ছিন্ন। যদিও ঘটনাটি বিচ্ছিন্ন নয়। আদার ব্যাপারী হলেও এই ঘটনার জের কতদূর যেতে পারে ঠিক আন্দাজ করতে পারছি না। যতদূর জানি, প্রচুর ভারতীয় কানাডা বসবাস করেন এবং বাণিজ্যিক যোগাযোগ যথেষ্ট দৃঢ়। এদিকে কানাডা ভালো করেই জানে ভারত কখনো ‘খালিস্তান’ আন্দোলন সমর্থন করবে না। তারপরও দুই পক্ষের এমন হার্ড লাইনে চলে যাবার পেছনে জিও-পলিটিক্সের কোন মেট্রিক্স কাজ করছে জানতে আগ্রহী। তবে মনে রাখতে হবে, কান টানলে যেমন মাথা আসে, তেমনি কানাডার কিছু হলে যুক্তরাষ্ট্র-ব্রিটেন এবং এর সঙ্গে ন্যাটো পর্যন্ত চলে আসতে পারে। ভয় হয়, আমাদের অতি চালাক ফরেন পলিসি মেকাররা আবার কোন ফাঁদে ধরা দেন। লেখক ও চিকিৎসক