শিরোনাম
◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে ◈ ছাত্র সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি ◈ প্রথমবারের মতো জাপানের রাজনৈতিক দলের নেতা হবে AI ◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৩, ০১:৫১ রাত
আপডেট : ২৫ জুলাই, ২০২৩, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গরু দান, না কি, জুতা দান?

শামসুদ্দিন পেয়ারা

শামসুদ্দিন পেয়ারা: জুতা মেরে গরু দান, নাকি, গরু মেরে জুতা দান? কোনটা ঠিক? কেউ কেউ বলছেন, দুটোই ঠিক। আবার কেউ বলছেন, এটা ঠিক তো কেউ বা বলছেন, ওটা ঠিক। কেউ কাউকে জুতা মারে না, জুত করে আচ্ছাসে জুতাপেটা করে। যাকে জুতাপেটা করে তাকে যাবার সময় যে একটা গরু দান করে, সেটাও না। আজকাল গরুর দাম এক লাখের উপরে। দান করার ইচ্ছা থাকলেও দান করা যায় না। জুতা মারা আর জুতাপেটা করার মধ্যে বিস্তর তফাত আছে। জুতা মারা মানে দূর থেকে কারো প্রতি পাদুকা নিক্ষেপ করা। 

ওটা সাধারণত নেতৃস্থানীয় ব্যক্তিদের প্রতি উষ্মা প্রকাশের নিমিত্ত করা হয়। যাঁদেরকে জুতা মারা হয় তাঁরা কখনো ক্ষতিপূরণ হিসাবে গরু দাবি করেন না। বরং ক্ষমতায় গিয়ে গোটা দেশবাসীকে গরু বানিয়ে তাদের কাঁধে উন্নয়নের (অবশ্যআত্মোন্নয়নের) জোয়াল তুলে দিয়ে অতঃপর তাদের চামড়া দিয়ে জুতা বানিয়ে সে জুতা পরে গণভবন, বঙ্গভবন, জাতীয় সংসদ, সচিবালয় ও সেনানিবাসে নিয়মিত গমনাগমণ করেন। ইদে-চাঁদে সেসব জুতা তাঁরা জনগণকে দানকরে থাকেন। পত্রিকায় নিউজ হয়। ওটাকে বলে চাঁদির জুতো। কারও গরু মেরে তার মাংসটাংস ও নলির সূপ খেয়ে সে গরুর চামড়া দিয়ে একজোড়া জুতা বানিয়ে গরুর মালিককে পাঠানোটাই অনেক সহজ। পাড়ায় একজন মুচি থাকলেই হলো। লেখক : মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়