শিরোনাম
◈ সংগ্রামমুখর জীবনের ৮১ বছরে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ◈ ফেসবুক পোস্টে যে বার্তা দিলেন হাসনাত  ◈ ভোলাগঞ্জ থেকে লুট হওয়া ৪০ হাজার ঘনফুট সাদা পাথর রাজধানীর ডেমরায় উদ্ধার ◈ ৪২ ধরনের আয় করমুক্ত সরকারি কর্মকর্তা–কর্মচারীদের, সেগুলো কী কী ◈ ধানমন্ডির ৩২ নম্বরে আওয়ামী লীগের কর্মী সন্দেহে তিনজন আটক ◈ হাসিনা আমলে ইসরায়েলি স্পাইওয়্যারসহ নজরদারির সরঞ্জাম কেনা নিয়ে তদন্ত কমিটি ◈ কারামুক্ত হলেন অভিনেত্রী শমী কায়সার ◈ তফসিল ঘোষণার পর দেশে ফিরতে পারেন তারেক রহমান, নিরাপত্তা নিয়ে শঙ্কা জোরালো ◈ ধামরাইয়ে টিকটক ভিডিও বানাতে গিয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু ◈ বাংলাদেশে চট্টগ্রাম-ঢাকা জ্বালানি পাইপলাইনের উদ্বোধন: ১২ ঘণ্টায় পৌঁছাবে ৫০ লাখ লিটার তেল

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৩, ০২:১৯ রাত
আপডেট : ১০ জুলাই, ২০২৩, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কূটনীতিক ও সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর প্রয়াণ দিবস

আশিক নূরী : [১] হুমায়ূন রশীদ চৌধুরী বাংলাদেশের একজন কূটনীতিবিদ ও রাজনীতিবিদ ছিলেন। তিনি বাংলাদেশের জাতীয় সংসদে ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন।

[২] হুমায়ূন রশীদ ১১ নভেম্বর ১৯২৮ সালে সিলেট শহরের দরগাহ গেইটের রশীদ মঞ্জিলে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আব্দুর রশীদ চৌধুরী ছিলেন অবিভক্ত ভারতের কেন্দ্রীয় বিধানসভার সদস্য এবং মা বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য। 

[৩] হুমায়ুন রশীদ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার হাই মাদ্রাসা সেকশনে প্রাথমিক শিক্ষা ও আসামে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে ১৯৪৭ সালে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তী সময়ে তিনি ম্যাসাচুসেটসের ফ্লেচার স্কুল অব’ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 

[৪] হুমায়ূন রশীদ চৌধুরী ১৯৭১ সালে অনুষ্ঠিত বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। তখন তিনি নতুন দিল্লীতে বাংলাদেশ মিশনের প্রধান ছিলেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি রাষ্ট্রদূত ও পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। [৫] স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে হুমায়ূন রশীদকে স্বাধীনতা পদক প্রদান করা হয়। এছাড়াও তিনি ১৯৮৪ সালে ‘মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার’ ও ‘উ থান্ট শান্তি পদক’ লাভ করেছিলেন। তিনি ১০ জুলাই ২০০১ সালে ঢাকায় প্রয়াত হন।   

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়