মারুফ মালেক: শনিবার বায়তুল মোকাররমে সকাল ১০টায় তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। তার দাফন হবে নোয়াখালীর বেগমগঞ্জের আলীপুরে। ছোটভাই ফেরদৌস আলম খান জানান, দাদাভাইর ইচ্ছা অনুযায়ী আলীপুর সাহেববাড়িতে মায়ের শাড়িতে মুড়িয়ে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।
সিরাজুল আলম খান বলে গিয়েছিলেন, আমার মৃত্যুর পর কোনো শোকসভা হবে না। শহীদ মিনারে ডিসপ্লে হবে না লাশ। যত দ্রুত সম্ভব নোয়াখালীর বেগমগঞ্জে আমার গ্রামের বাড়িতে পাঠাতে হবে মরদেহ, যা ঢাকা থাকবে একটা কাঠের কফিনে। মায়ের একটা শাড়ি রেখে দিয়েছি। কফিনটা শাড়িতে মুড়ে মাটিতে পুঁতে ফেলতে হবে, মায়ের কবরে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব