শিরোনাম
◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান

প্রকাশিত : ০৮ জুন, ২০২৩, ১২:৫৩ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৩, ১২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্যুতের ব্যবহার কারও করুণা বা দান নয়, তা জনগণের অধিকার

মাহবুব কবির মিলন

মাহবুব কবির মিলন: দেশে কয়লা/ডলার সংকট হবে, তা মোটেও আনপ্রিডেক্টেবল হওয়ার কথা নয়। জুন মাসের আগে পরে বকেয়া পাওনার জন্য কয়লা বন্ধ করে দেবে সাপ্লায়ার, তা মোটেও অজানা থাকার কথা নয়। জানি না, সে জানাটাও ব্যর্থতায় পর্যবসিত হয়ে গেছে কিনা। পায়রা বন্ধ হয়ে গেলে সেটার বিকল্প বাঁশখালি এসআলম কয়লা বিদ্যুৎ সাথে সাথেই পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ করতে পারবে না, তা মোটেই অজানা থাকার কথা নয়। তারা মাত্র ট্র্যায়াল রান করছে।

পায়রার পাওনা ডলার পরিশোধের জন্য মারাত্মক ডলার ক্রাইসিসকালে অন্য অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ ব্যয় আপাতত কমিয়ে সেটা পাওনা পরিশোধের কাজে লাগানো যেত। এরকম প্রচণ্ড দাবদাহ বা গরম পড়বে এবার, সেটা হয়তো অজানা। কিন্তু চরম সংকট এবং তা থেকে উত্তরণের উপায় সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা অজানা থাকার কথা নয়।

বিদ্যুতের ব্যবহার কারো করুণা বা দান নয়, তা জনগণের অধিকার। ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উদপাদন সক্ষমতা তৈরি করার পিছনে জগনগণের ঘামঝড়া টাকা জড়িত রয়েছে। আকাশ থেকে টাকা আসেনি বা কারো ভিক্ষার দান নয়। কাজেই প্রয়োজনের সময় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া জনগণের বৈধ অধিকার। বিদ্যুৎ সরবরাহ করতে বাধ্য আমরা। কীভাবে তা হবে, সেটা জনগণের মাথা ব্যথা নয়। অর্থ পাচার আর দুর্নীতি বর্তমান ডলার সংকট এবং অর্থনৈতিক সংকটের জন্য কতটুকু দায়ী, সেটা অবশ্যই বিবেচনাযোগ্য। বিদ্যুতের সাথে নেই পানি। বিদ্যুতের বিকল্প হাত পাখা আছে, উদোম গায়েও চড়ে বেড়ানো যায়। কিন্তু পানির বিকল্প কী? জনজীবনে শান্তি নিশ্চিত করা সরকারের দায়িত্ব। জনগণের নয়। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়