শিরোনাম
◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান

প্রকাশিত : ০৩ জুন, ২০২৩, ০২:৫৬ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৩, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হুমায়ূন ফরীদির মতো অভিনেতা ৫০ বছরে একজন আসে

শারফিন শাহ

শারফিন শাহ: স্বভাবে ছিলেন উড়নচণ্ডী। জাতে মেধাবী। আর জীবনযাপনে খাপছাড়া। এসএসসি, এইচএসসিতে কয়েকটি লেটার মার্কসহ উত্তীর্ণ হয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানিক কেমিস্ট্রি বিভাগে। কিন্তু ভর্তির পরপরই শুরু হয় মুক্তিযুদ্ধ। তিনি পড়াশোনা ছেড়ে মুক্তিযুদ্ধে চলে যান। পরে দেশ স্বাধীন হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। হুমায়ুন ফরীদি আমাদের মতো দেশে জন্মেছেন বলেই আমরা তাঁর অভিনয় সম্পর্কে অবগত নই। কিন্তু এরকম অভিনেতা ৫০ বছরে একজন আসে। তিনি বলিউডের অভিনেতা হলে তাঁকে নিয়ে শতাধিক গবেষণা হতো নিঃসন্দেহে। পয়সার জন্য তিনি নিম্নমানের বাংলা ছবি করেছেন। প্রচুর অর্থও কামিয়েছেন। গাড়িবাড়ি সবই হয়েছে, সারাদেশের মানুষ তাঁকে চিনেন। কিন্তু তাঁর অভিনয়কলার সদ্ব্যবহার সম্ভবত হুমায়ূন আহমেদ বাদে আর কেউ সেভাবে করতে পারেনি। 

হুমায়ুন ফরীদি দেশকে প্রাণাধিক ভালোবাসতেন। এজন্যই কোনো বিদেশী ছবিতে কাজ করেননি। সিঙ্গাপুরে একবার মোটা অঙ্কের সম্মানীতে একটা শো ছিলো। করাচী হয়ে সেখানে যেতে হবে, এই কথা জানার পর তিনি শো বাতিল করে বলেছিলেন, ‘আমার দেশের মানুষকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তাদের মাটিতে আমি পা রাখতে পারবো না’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের খণ্ডকালীন শিক্ষক ছিলেন। পড়িয়েছেন স্তানিস্লাভস্কি, মেথড এক্টিং। তাঁর পড়ানোর স্টাইলে বুঁদ হয়ে শিক্ষার্থীরা তাঁকে পূর্ণকালীন শিক্ষক হিসেবে চেয়েছিলেন। কিন্তু তিনি সেই প্রস্তাব এড়িয়ে বলেছিলেন, ‘আমি অভিনয় ছাড়া আর কিছু পারি না’। 

আজকাল কত তারকা, একইসঙ্গে অভিনেতা, গায়ক, নায়ক সব একসঙ্গে। কিন্তু তাঁদের ভেতর নেই বিন্দুমাত্র শিল্পবোধ। একজন হুমায়ুন ফরীদি এজন্যই আর আসছে না। তিনি এক ও অদ্বিতীয়। শুভ জন্মদিন, অভিনেতাদের অভিনেতা। লেখক : গবেষক ও প্রাবন্ধিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়