শিরোনাম

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০২:১৬ রাত
আপডেট : ২৬ মে, ২০২৩, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেলখানাও খানিক চাপমুক্ত হবে

কাজী জেসিন

কাজী জেসিন: এতোদিন অনেক অজ্ঞাত মানুষের নামে মামলা দেখেছি। বাংলাদেশে এরকম বহু অজ্ঞাতনামা আসামী ধরার কতো কায়দা চলে। এই প্রথম  বাংলাদেশে প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলের অজ্ঞাত সদস্যদের বিরুদ্ধে স্যাংশন দেখলাম। কারও নামেই স্যাংশান নেই, আবার প্রায় সকলের নামেই স্যাংশান। এইসব অজ্ঞাত আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের দীর্ঘ তালিকা হবে। তবে এইসব তালিকা হবার আগে থানায় থানায় অজ্ঞাত আসামী যুক্তের হার বিশেষভাবে কমে যাবে।

রাজনৈতিক বিচারে অভিযুক্তদের শাষকদলের রক্তচক্ষুর ভয়ে যেসকল বিচারক নামের রাজনৈতিক সেবকরা রিমান্ডের অর্ডার দিয়ে এসেছেন, বিনা বিচারে রাজনৈতিক নেতাকর্মীদের কারাগারে পাঠিয়েছেন, তাদেরও সময় এসেছে সঠিকভাবে, দলীয় বিবেচনা ভুলে বিচারকের দায়িত্ব পালন করার। বিচারকরা রাজনীতির প্রভাবমুক্ত হয়ে বিচার করতে না পারলে, তাদের এবং তাদের পরিবারের সদস্যদের কি হবে তা এখন বোধ করি তাঁরা বুঝতে পারবেন। সুতরাং অজ্ঞাত বিচার বিভাগের সদস্যদের তালিকা সম্পন্ন হবার আগে, জেলখানাও খানিক চাপমুক্ত হবে। 

এবং আমার ধারণা এটা শুধু যুক্তরাষ্টের ভিসা না পাওয়ার মধ্যেই সীমিত থাকবে না। বাকি দৃশ্যটুকু দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে। ‘Today, I am announcing a new visa policy under Section 212(a)(3)(C) (‘3C‘) of the Immigration and Nationality Act to support BangladeshÕs goal of holding free, fair, and peaceful national elections.  Under this policy, the United States will be able to restrict the issuance of visas for any Bangladeshi individual, believed to be responsible for, or complicit in, undermining the democratic election process in Bangladesh.  This includes current and former Bangladeshi officials, members of pro-government and opposition political parties, and members of law enforcement, the judiciary, and security services.’

এর মধ্যে বর্তমান ও প্রাক্তন বাংলাদেশি কর্মকর্তা, সরকার সমর্থক ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য এবং আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ এবং নিরাপত্তা পরিষেবার সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়