শিরোনাম
◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব ◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ৩০ জুন, ২০২৫, ১১:০৯ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীসহ তারিক সিদ্দিক ও বসুন্ধরার আকবর সোবহানকে দুদকে তলব

বসুন্ধরা গ্রুপের মালিক আহমেদ আকবর সোবহান, শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও তার স্ত্রী শাহিন সিদ্দিককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চিঠি দিয়ে তাদেরকে আগামী বুধবার ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। বসুন্ধরা ও রূপগঞ্জ এলাকায় জমি এওয়াজ (বিনিময়) করে অর্থপাচারের অভিযোগ তদন্তের অংশ হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও বিশেষ অনুসন্ধান টিমের প্রধান মো. মনিরুল ইসলামের সই করা চিঠি এরই মধ্যে বিশেষ দূত মারফত তাদের ঠিকানায় পাঠানো হয়েছে। দুদক জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে সোমবার এ তথ্য জানিয়েছেন।

চিঠিতে বলা হয়, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে। তারিক আহমেদ সিদ্দিককে বুধবার সকাল ১০টায়, তার স্ত্রী শাহিন সিদ্দিককে সকাল ১১টায় ও আহমেদ আকবর সোবহানকে দুপুর ১২টায় জিজ্ঞাসাবাদ করা হবে।

দুদক সূত্র জানায়, আহমেদ আকবর সোবহানের বিরুদ্ধে অভিযোগ, তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে ছয় বিঘার বেশি জমি তারিক সিদ্দিক ও তার স্ত্রী শাহীন সিদ্দিকের সঙ্গে এওয়াজ করে মোটা অঙ্কের টাকা পাচার করেছেন। একইভাবে তিনি রূপগঞ্জে আরও ছয় বিঘার বেশি জমি তারিক সিদ্দিক ও তার স্ত্রী শাহীন সিদ্দিকের সঙ্গে এওয়াজ করে ১৬০ কোটি টাকা পাচার করেছেন।

এই অভিযোগটি অনুসন্ধান করছে দুদকের সাত সদস্যের বিশেষ টিম। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মনিরুল ইসলামের নেতৃত্বে টিমের অন্য সদস্যরা হলেন- সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, মুবাশ্বিরা আতিয়া তমা, এসএম রাশেদুল হাসান, কেএম মুর্তুজা আলী সাগর, মোহাম্মদ মনিরুল ইসলাম ও উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন। এই অনুসন্ধান কার্যক্রম তদন্তকারী কর্মকর্তা হলেন, দুদক পরিচালক ড. খান মো. মীজানুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়