শিরোনাম
◈ আসন্ন নির্বাচ‌নে বিএনপি ও মিত্রদের আসন ভাগাভাগিতে বিদ্রোহী প্রার্থীর ঝুঁকি কেন? ◈ ভারত সিরিজে রেকর্ড আয় স‌ত্ত্বেও ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘাটতি ৭ মিলিয়ন ডলার ◈ ১০ দলের বিপিএলের আসর বস‌বে জানুয়া‌রি‌তে ◈ সংসার যদি নাই করবা তাহলে কবুল কেন বললা, সংসারও করতে হবে: হাসনাত আবদুল্লাহ ◈ ১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক ◈ নতুন হেড কোচ ‌হিসা‌বে অ‌ভি‌ষেক নায়ার‌কে নিয়োগ দিলো কলকাতা নাইট রাইডার্স ◈ ওমরাহ ভিসার কার্যকারিতা কমিয়ে এক মাস করল সৌদি আরব ◈ ৭ দফা দাবি না মানলে ১ নভেম্বর থেকে ডিম-মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা দিলো বিপিএ ◈ বোরকা-হিজাব পরায় ঢাবি শিক্ষার্থীর গায়ে থুতু, শারীরিক হেনস্তার অভিযোগ ◈ চীনের নরম কূটনীতি: বাণিজ্য থেকে সংস্কৃতি—বাংলাদেশ এখন কেন্দ্রবিন্দু

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০২:০৮ রাত
আপডেট : ২৬ মে, ২০২৩, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন বর্জনের যে ঘোষণা দিয়ে বসে আছে বিএনপি, তাদের জন্য বড় চাপ আছে এই বার্তায়

গাজী নাসিরউদ্দিন আহমেদ

গাজী নাসিরউদ্দিন আহমেদ: এন্টনি ব্লিনকেনের প্রেস স্টেইটমেন্ট পড়ে আমি কি বুঝলাম? সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে প্রচলিত বাধা অর্থাৎ দৃশ্যমান বাধা দেবার ক্ষমতা যারা রাখে তারা সেরকম কিছুর জন্য দায়ী থাকলে বা জড়িত হলে তাদের ভিসা দেবে না। কোনটা কোনটা বাধার সংজ্ঞায় পড়বে এবং কারা কারা এর আওতায় পড়তে পারেন, তাও স্টেইটমেন্টে বলা আছে। নির্বাচনকালীন সরকারের বর্তমান ব্যবস্থা নিয়ে তারা এখনো কিছু বলেনি। এর আগেও কিছু বলেনি। এই স্টেইটমেন্ট সরকারের উপর চাপ তো বটেই। মোটাদাগে নির্বাচনে যেসব অনিয়ম তারা করে সেটা থেকে তাদের বিরত রাখতে এই চাপ কিছুটা কার্যকর হতে পারে বলে আমার ধারণা। বিরোধী দল বিশেষ করে বিএনপি নির্বাচন বর্জনের যে ঘোষণা দিয়ে বসে আছে, তাদের জন্য বড় চাপ আছে এই বার্তায়। 

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন না করার সিদ্ধান্তে অটল থাকা তাদের জন্য কঠিন হয়ে উঠতে পারে। বিএনপি নির্বাচন না করলে সরকারের লোকদের এই নীতির কোপে পড়ার আশঙ্কা কম। বিএনপি নির্বাচন প্রতিরোধ করলে এই নীতির কোপে পড়ার আশঙ্কা তাদের বেশি। মোট কথা সরকারের আচরণ নিয়ন্ত্রণের চেষ্টা ও বিএনপিকে নির্বাচনে নিয়ে যাবার উদ্যোগ হিসেবে দেখছি এই স্টেইটমেন্টকে। এবং অবশ্যই এটি চূড়ান্ত বার্তা না। আমেরিকান মেজারস বলতে পারেন। ওপেনিং শট। পরবর্তী মেজারস কি হয় তা সরকার ও বিরোধী দলের লবিং সফলতার উপর নির্ভর করবে। নির্বাচিত মন্তব্য: হুমায়রা ফেরদৌস তানিয়া, রাশিয়ায় ইউক্রেনের আগ্রাসনের পনের মাস চলছে। অল্মোস্ট পানির দামে রাশিয়ার তেল কিনতে পারত বাংলাদেশ বা শেখ হাসিনা সরকার। মূল্যস্ফীতি সহ্য করে, জ্বালানি তেলের দাম বাড়ায়ও কিছুতেই রাশিয়ার তেল শেখ হাসিনা কেনেনি। এই বিরাট ত্যাগের প্রতিদান তো পাওয়ারই কথা, তাই না? সো কল্ড বাম দলগুলো ১৯৭১ এর সোভিয়েত ইউনিয়নের সহায়তার কথা বলে কতো আর হালের রাশিয়ার পুতিনকে ফেভার পাওয়াতে পারবে? সো এটা অবধারিতই ছিলো। লেখক: সাংবাদিক। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়