শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৩, ০২:০৫ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পাকিস্তানপন্থা’ নামক যে রোগে ভুগছে দেশ

জাফর ওয়াজেদ

জাফর ওয়াজেদ: একাত্তরে যখন পক্ষ-বিপক্ষ বেছে নেবার প্রশ্ন এসেছে, দেখা গেছে ধর্মভিত্তিক প্রায় সব দলই সোজা পাকিস্তানের পক্ষে। সত্তরের নির্বাচনের সময় যেমন একাত্তরের রণাঙ্গনেও তেমন। আজকের দিনেও কিন্তু অবস্থার তেমন হেরফের হয়নি। পাঁচ দশকেরও  আগে স্বাধীন হওয়া দেশ, এখানে নামে বেনামে নতুন পুরাতন ধর্মীয় রাজনৈতিক দলের অভাব নেই, লক্ষ্য করুন ওদের নীতি আদর্শ, নিবিড় পর্যবেক্ষণে রাখুন ওদের তৎপরতা, দেখবেন ওসব দলের প্রত্যেক সমর্থকের বুকের ভেতর ছোট ছোট পাকিস্তান। মজার ব্যাপার ওদের ঐ ধার্মিক বুকে সৌদি আরব যদি হয় দ্বিতীয় অবস্থানে থাকা দেশ তো পাকিস্তানের অবস্থান অনিবার্যভাবে প্রথম। 

অর্থাৎ বাস্তবতা হলো ধর্মভিত্তিক দল মানে পাকিস্তানপন্থী দল। ধর্ম আর পাকিস্তান যেন সমার্থক। রহস্য কী? এদেশের অধিকাংশ মানুষ মুসলমান হলেও এরা দলবেঁধে সবাই যে ‘ধানের শীষ’ বা ‘দাঁড়িপাল্লায়’ ভোট দিয়ে যাচ্ছেন এমনও নয়। বরং এককভাবে ‘নৌকা’ প্রতীকে ভোট দেয়া মুসলমানই বেশি। প্রশ্নটা তাই রয়ে যায়, ধর্মভিত্তিক দলগুলো কেনো অবশ্যম্ভাবী রূপে  পাকিস্তানের দালাল হয়? এটা হলো রাজনীতিতে ‘পাকিস্তান পন্থার’ রোগ । এ রোগে আক্রান্ত যে রাজনীতি সে রাজনীতি নিশ্চয়ই স্বাধীনতাবিরোধী রাজনীতি। এখন তাই নতুন করে ভেবে দেখার সময় এসেছে, বহুদলীয় গণতন্ত্রের প্রয়োজনে আমাদের সমাজ বা রাষ্ট্র ওই অসুস্থ ও রোগাক্রান্ত রাজনীতিকেও অনুমতি দেবে কি না? লেখক: মহাপরিচালক, পিআইবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়