ইকবাল আনোয়ার: ফ্লানেলের কাপড়ের চেক, ফুল সব ভিন্ন রকম, যেন কুয়াশার মধ্যে তাকানো। শীত এলে শৈশবে ফুলহাতা শার্ট হতো ফ্লানেলে। তখন দর্জিগণই পোশাক বানাতেন। রেডিমেট কাপড়ের কথা শুনি যবে পয়ট্টি সত্তরে, তখন আশ্চর্য হই এ কেমন করে সম্ভব? দর্জি দিয়ে বানানো শার্টই তো কতবার করে ঠিক করতে হয়; হয় চিপা নয় ঢোলা হয়ে গেছে।
কাপড় কেনা এক স্বপ্ন, বানানো আরেক স্বপ্নপূরণ। দর্জি কথা রাখে না। যেদিন পোশাক পাবো, তার আগের রাতে কত যে বুক ধুক ধুক। আফসোস, সে দিন শার্ট পাইনি। তারপর দু’তিনটে তারিখ বদল। শেষে পেলাম। আহ্, নতুন কাপড়ের গন্ধ। ফ্লানেলের কাপড়ে হাত দিয়ে মোলায়েম উষ্ণ পরশ পাই। সেই পরশের মজা আজ গেলো কই? সবই আছে। শৈশবটা শুধু নাই। লেখক: চিকিৎসক