শিরোনাম
◈ ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করব না: অর্থ উপদেষ্টা ◈ আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যাত্রায় বাধা ◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা  ◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও)

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:২০ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মানবতাবাদী’র পক্ষে, ‘মানবতাবাদীর বিপক্ষে’

দেবদুলাল মুন্না

দেবদুলাল মুন্না: [১] আজকের দুনিয়ায় ‘মানবতাবাদী’র পক্ষে যদি কেউ ফিলসফিক্যালি বলেন, তবে সেটা হাস্যকরই। ‘মানতাবাদী’ কে হে? যদি ঘুরিয়ে বলি, মানব মাত্রেই তো মানবতাবাদী, তাইলে? ফুকো এই নিয়া প্রশ্ন তুলেছেন। মাসরুর আরেফিন তার ব্যখাও দিয়েছেন, কিন্তু তিনদিনের মাথায় বইয়ের নাম পালটানো ও আগের নামে ফিরে যাওয়া আমাকে স্বস্তি দিয়েছে।

[২] আমরা ভুলে যাই নাই, আন্দোলনের দার্শনিকরা ধর্মীয় নির্দেশনা ছাড়া স্রেফ যুক্তির সাহায্যে সদগুণ তৈরি হতে পারে বলে যে দাবি করেছিলেন, তা এডমুন্ড বার্ক এবং জোসেফ দে মাইস্ট্রোর মতো ধর্মীয় ও রাজনৈতিক রক্ষণশীলদের কাছে সমালোচিত হয়েছিল। তাঁরা একে মনুষ্য পূজার সাথে তুলনা করেছিলেন। মনুষ্যকে পূজা করার কিছু নাই।

[৩] অক্সফোর্ড ইংলিশ ডিকশনারী মতে, ১৮১২ সালে একজন ইংরেজ ধর্মযাজক প্রথম ‘মানবতাবাদ’ শব্দটিক সেসব ব্যক্তিদের নির্দেশ করার জন্য ব্যবহার করেন যারা  অলৌকিকতায় বিশ্বাস করতেন না।

[৪] একই সময়ে জার্মানীতে মানবকেন্দ্রিক দর্শনের অর্থে ‘মানবতাবাদ’ শব্দটি তথাকথিত বাম হেগেলবাদীরা ব্যবহার করেন। আর্নল্ড রুজ এবং কার্ল মার্ক্স স্বৈরাচারী জার্মান সরকারে গির্জার প্রভাবের তীব্র সমালোচক ছিলেন। শব্দটির বিভিন্ন অর্থ নিয়ে অনেক আগে থেকেই বিভ্রান্তি বিরাজমান হয়ে আসছে।

[৫] কার্ল মার্ক্স তো সামাজিক নৈতিকতার ও সমালোচনা করেছেন।

[৬] ফলত মাসরুর বইয়ের নাম পরিবর্তন না করে ‘মানবতাবাদীর বিপক্ষে’ রাখায় অভিনন্দন।

[৭] কিন্তু এতোবছর পর এই ক্লিশে টার্মের ব্যবহার কেন? আরও নতুন কোনো টার্ম আগে বসলে আরও ভালো হইতো মেইবি।
 লেখক: সিনিয়র সাংবাদিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়