শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:৫৭ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিছু কৌশলগত অপ্রিয় প্রশ্ন, মূলত বিএনপি ও মধ্য ডানপন্থী মডারেটদের উদ্দেশে

গালিব ইবনে আনোয়ার আজিম

গালিব ইবনে আনোয়ার আজিম: শাহবাগের দশ বছর পর এসে বিএনপি, জামায়াত ও হেফাজতপন্থীদের সবার এই ব্যাপারে প্রায় ঐক্যমত যে, শাহবাগই বাংলাদেশে জনতার হাত থেকে গণতন্ত্র ও ভোটাধিকার কেড়ে নেবার ডিপারচার পয়েন্ট। আর আওয়ামী, বামপন্থী ও নানা মতের প্রগতিশীল শিবির ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন অভিজ্ঞতার পর জোর গলায় আর এই ব্যাপারে দ্বিমত করতে বিশেষ ফ্লোর পান না। নিঃসন্দেহে জামায়াতকে সাইজ করার আওয়ামী কৌশলের শক্তি জোগানে শাহবাগের ঐতিহাসিক ভূমিকা ছিলো। আমি ও আমরা সেই মিছিলে ছিলাম। আজকের গণতন্ত্রহীনতার পথে সেই আন্দোলনের দায়দায়িত্ব আমাদের সবার কাঁধেই কমবেশি বর্তায়।

এখন কিছু কৌশলগত অপ্রিয় প্রশ্ন, মূলত বিএনপি ও মধ্য ডানপন্থী মডারেটদের উদ্দেশে। [১] ২০০৭-০৮ সালের সামরিক ব্যাকড তত্ত্বাবধায়ক সরকার আমলের ধাক্কায় দুর্বলতর বিএনপির কি খুব দরকার ছিলো জামায়াতকে কোণঠাসা করবার আওয়ামী চালে নিজেদের অবশিষ্ট শক্তিকে জামায়াতের অস্তিত্বের লড়াইতে বিলীন করে দেওয়ার? তা অবশ্য নিয়ে আসে সেই ২০০১ থেকে বিএনপির উপর জামায়াতের ভর করবার কৌশলের ফলাফল মূল্যায়নের দাবিও। ক্ষুদ্র ৪-৫% ভোটব্যাংকের কট্টর ডানপন্থীদের সাথে এলায়েন্সে, এবং তাদের যুদ্ধাপরাধী নেতাদের বাঁচাতে লড়াই করে আপনারা কী পেয়েছেন, আর কী হারিয়েছেন, নিশ্চয়ই নিজেরা ভেবেছেন। আরও ভাবেন। [২] নব্বইয়ের পর গণতান্ত্রিক পথচলা সুগম করার প্রথম দায় ছিল বিএনপির, নির্বাচিত সরকার হিসেবে। সেটা শাহবাগের বহু আগের ঘটনা। ১৯৯৬ সালে সেই দায়িত্ব পালনে আপনারা কী করলেন? মাগুরা জাতীয় নির্বাচন। 

তারপর তত্ত্বাবধায়ক সরকার এলো। ২০০১ সালে তার সুবিধা নিয়ে জিতলেন। এরপর আবার দ্বিতীয় সুযোগ পেলেন ভোটাধিকারের প্রশ্নে নিজেদের প্রমাণের। কী করলেন? ভোটচুরির কায়দা করতে গিয়ে ঝরে পড়লেন, নিজেদের শক্তিকে ওভার এস্টিমেইট করে। গণতন্ত্র ও ভোটাধিকারের প্রশ্নে আপনাদের যে দায় ছিলো, দুইবারই সুযোগ পেয়ে তা আপনারা মিটিয়েছেন ভোটচুরির চেষ্টা করে। পারেননি। আওয়ামী লীগ তাতে সফল হয়েছে। শাহবাগ তাতে গত দশকে শক্তি যুগিয়েছে। হ্যাঁ, গত একযুগে আপনারা নির্যাতিত। সন্দেহ নাই। কিন্তু ১৯৯০ থেকে ২০২৩ সালে এসে আজকের ফ্যাসিবাদ, ভোটাধিকারের অনুপস্থিতির সবকিছুতেই ইতিহাসের ধারাবাহিকতায় আপনাদের শক্তিশালী ভূমিকা আছে। ইতিহাস যখন গণতন্ত্রের লাইনে চলার সুযোগ দিয়েছিল, আপনার তা মিস করেছেন, সেই কাফফারা এখন আপনারাও দিচ্ছেন, পুরো দেশও দিচ্ছে। শুধু শাহবাগের উপর দায় চাপিয়ে নিজেদের মজলুম প্রতিপন্ন করার চেষ্টার আগে পিছে ফিরে ওই অতীতও স্মরণে রাখা ভালো। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়