শিরোনাম
◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা  ◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও) ◈ এবার মোদির বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ◈ ভুয়া ভিডিও শেয়ার করে দুঃখ প্রকাশ ভারতীয় সাংবাদিকের

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ০১:৫৮ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৩, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের সিনিয়র লেখকেরা আমাকে যেসব উপদেশ দিয়েছিলেন

আনিসুল হক

আনিসুল হক: আমি ছাত্রাবস্থা থেকেই দেশের বড় বড় লেখকদের কাছে যেতাম। তাদের উপদেশ শুনতাম। কিছু টিপস আমি তাদের কাছ থেকে পেয়েছিলাম :

১. কখনো বিনয় করে বলবেন না যে, আপনার কবিতা কিছু হয় না। তাহলে সবাই বলবে, ও নিজেই স্বীকার করেছে ওরটা হয় না। কাজেই ও আর কী লিখবে।-শামসুর রাহমান।

২. ডোন্ট রুইন ইয়োর স্টোরিজ উইথ ফ্যাক্টসÑ সত্য ঘটনা বলে গল্প নষ্ট করো না। এটা মুহম্মদ জাফর ইকবাল স্যারকে একজন মার্কিন লেখিকা বলেছিলেন।-মুহম্মদ জাফর ইকবাল। ৩. তুমি যদি কবি হতে চাও, গদ্য লিখবে না। একবার গদ্য লিখলেই কেউ আর তোমাকে কবি বলবে না।-মহাদেব সাহা।

৪. তুমি কেন ডাকনাম ব্যবহার করবে? আনিসুল হক তো খুব সুন্দর একটা নাম। এই নামে লেখো। তা না হলে ভবিষ্যতে পস্তাতে হবে।- হেলাল হাফিজ।

৫. পড়ার বাইরে তরুণ লেখকদের জন্য আমার তিনটা উপদেশ আছে- পড়ো, পড়ো এবং পড়ো।- সৈয়দ শামসুল হক।

৬. লেখার মধ্যে হুক থাকতে হয়। হ্যাংগার কাপড় ঝুলিয়ে রাখে, কিন্তু হ্যাংগারকে ঝুলিয়ে রাখে কে? হুক। লেখায় হুক থাকবে, যা পাঠককে আটকে রাখে- খন্দকার আশরাফ হোসেন।

৭. নাটকে থাকতে হয় নাটকীয়তা। এর পর কী? এর পর কী?- বেলাল বেগ।

৮. বড় উপন্যাস লেখো। তোমার ৫টা ছোট উপন্যাস একখানে করলেই কিন্তু একটা বড় উপন্যাস হবে। উপন্যাসে তা করা যায়- আবদুল্লাহ আবু সায়ীদ।

৯. তার দ্বারা লেখা হবে, যার মধ্যে বেদনা আছে, মানুষের জন্য বেদনা। আর আছে অন্য লেখকদের প্রতি শ্রদ্ধা।- আবদুল্লাহ আবু সায়ীদ।
 লেখক: কথাসাহিত্যিক ও সাংবাদিক। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়