শিরোনাম
◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৩, ০১:৫৫ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৩, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির সুযোগ, জিপিএ’র বাধ্যবাধকতা কমানো উচিত

শরিফুল হাসান

শরিফুল হাসান: ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েননি, অন্য কোথাও পড়েছেন বা পড়ছেন বাংলাদেশের অনেক শিক্ষার্থীদের ইচ্ছে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা মাস্টার্স করার। খুবই সুন্দর ইচ্ছে। সেই সুযোগ দিতে একটা দারুণ ইতিবাচক সিদ্ধান্তও নিয়েছে ঢাকা বিশ্বিবদ্যালয়। তবে এখানে আমি বেশ কয়েকটি বাঁধা দেখছি। সেগুলো দূর করতে পারলে এটি অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে গত ৩০ অক্টোবর একটি নীতিমালা অনুমোদন করেছে। এর ফলে এখন থেকে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত মাস্টার্স বা স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮৩টি বিভাগ ও ১৩টি ইনস্টিটিউটে স্নাতকোত্তরের আসন রয়েছে ছয় হাজার ২৭০টি। আসলে স্নাতক সম্পন্ন করার পর অনেক শিক্ষার্থী বিদেশে চলে যান কিংবা চাকরিতে যোগ দেন। ফলে স্নাতকোত্তরের অনেক আসন ফাঁকা থাকে। সে কারণেই বোধহয় এমন সিদ্ধান্ত। ইতিবাচক বিষয় হলো, নীতিমালায় বয়স ও শিক্ষাবর্ষের বাধ্যবাধকতা রাখা হয়নি। আবার স্নাতকোত্তরের ফি বাইরের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের জন্যও সমান। আমি মনে করি এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে অনেক ছেলেমেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে। বিশেষ করে জাতীয় বিশ্বিবদ্যালয়ের। 
তবে এখানে আমি বেশ কয়েকটি প্রতিবন্ধকতা দেখছি। সবাই ঢাবির নিয়মিত মাস্টার্স বা স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন না।  আবেদন করতে হলে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের  স্নাতকে ভর্তিচ্ছুর অন্তত ৩ দশমিক ২৫ সিজিপিএ থাকতে হবে। আমি জানি না বাংলাদেশের কতো শতাংশ শিক্ষার্থীদের স্নাতকে ৩.২৫ থাকে। বিশেষ করে ইংরেজিসহ অনেক বিষয় আছে যেখানে ৩.২৫ পাওয়া কঠিন। আমি মনে করি জিপিএর এই বাধ্যবাধকতা কমানো উচিত। এক্ষেত্রে ৩ করলে ভালো হয়। না থাকলে আরো ভালো। বিশ্ববিদ্যালয় সবার জন্য উম্মুক্ত করতে পারে। অনার্সের ফলের জন্য ভাইভায় একটা নম্বর যোগ হতে পারে। তাহলে যারা পিছিয়ে আছে তারা ভর্তি পরীক্ষায় নিজেকে প্রমাণ করার সুযোগ পাবে। আর যার অনার্সের ফল ভালো তাঁর তো সুবিধা হলোই। 
আরেকটা বিষয়। যতোটা জানলাম, ঢাকা বিশ্বিবদ্যালয়ের  নিয়মিত শিক্ষার্থীরা ভর্তি হওয়ার পর যতগুলো আসন ফাঁকা থাকবে, কেবলমাত্র ওই কয়টি আসনেই বাইরের শিক্ষার্থীদের ভর্তি করা হবে। এখানেও একটু পরিবর্তন করা যেতে পারে। সাধারণত খুব বেশি ছেলেমেয়ে মাস্টার্স মিস করে না বিশেষ করে  ভালো বিষয়গুলোতে যারা পড়েন। কাজেই ফাঁকা আসনে থাকবে খুব অল্প। ধরেন অর্থনীতি বা আইনে মাস্টার্সে দুইটা সিট ফাঁকা থাকলোসেজন্য ভর্তিপরীক্ষা আয়োজন করা হলো। বিপরীতে ক্যান্ডিডেট সংখ্যা ছাড়িয়ে গেল ১০ হাজার! কেউ যেন বলতে না পারে ফরম বানিজ্যের জন্য এটি করা হয়েছে। আমি মনে করি, শুধু শূন্য আসনে ভর্তি না করে বাইরের ছেলেমেয়েদের ভর্তি পরীক্ষার ফলাফল, কতোজন নিয়মিত শিক্ষার্থী ভর্তি হয়নি, বিভাগগুলো কতোজন পড়াতে পারবে এইসব বিবেচনায় ভর্তি চলতে পারে। তাতে বাইরের ছেলেমেয়েরা উপকৃত হবে। 
আসলে শিক্ষাক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে বয়স ফলাফল এগুলো কোন বাধা উচিত না। আর এগুলো বাধা হয় না বলে আমাদের দেশের ছেলেমেয়ে পৃথিবীর যে কোন বিশ্ববিদ্যালয় পড়তে যেতে পারে। আশা করছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়গুলো বিবেচনা করবে। আমি মনে করি জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় না করে আমার মনে হয় আমাদের যেই বিশ্ববিদ্যালয়গুলে আছে সেগুলো ভালো করার দিকে নজর দেওয়া উচিত এবংসবাইকে সেখানে সুযোগ দেওয়া উচিত। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় প্রথম সারির অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোও এ নিয়ে ভাবতে পারে। 
আরেকটা কথা, শুধু গৎবাঁধা বিষয় নয়, সময়ের চাহিদা ও প্রয়োজনে বিশ্ববিদ্যালয়গুলোর উচিত নতুন নতুন কোর্স খোলা। মনে রাখতে হবে বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চার জায়গা। সেখানে কোন বিষয়ে অনড় না থেকে সবার মঙ্গলের জন্য সবার সঙ্গে আলোচনা করে সবার জন্য সিদ্ধান্ত নেওয়া উচিত। তাতে দেশেরই উপকার! আরেকটা কথা বলি, শিক্ষার উদ্দেশ্য কিন্তু শুধু ডিগ্রি বা চাকরি নয়, শিক্ষার উদ্দেশ্য মানুষ তৈরি করা। যেই শিক্ষা শুধু সনদ দেয়, নৈতিক ও মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরি করে না সেই শিক্ষায় মানুষের মানবাজাতির খুব একটা উপকার হয় না। কাজেই সবার আগে মানুষ হওয়া জরুরী। লেখক: অভিবাসন কর্মসূচি প্রধান, ব্র্যাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়