শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৩, ০১:৪৬ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৩, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিখ্যাত ব্যক্তিদের ‘মানসিক রোগ’

অধ্যাপক ডা. মো. তাজুল ইসলাম

অধ্যাপক ডা. মো. তাজুল ইসলাম: আবুল মনসুর আহমেদ তার ‘আত্মকথা’ বইয়ে উল্লেখ করেন শৈশবে ওনার দুটি রোগ ছিল এবং সে দুটোই ‘মানসিক রোগ’। [১] ঘুমের ঘোরে হাঁটা (স্লিপ ওয়াকিং) : ওনার নিজের লেখায়, ‘মা-বাবার সঙ্গে রাতে ঘুমাতাম। কেমন করিয়া জানি আমি তাদের পাশ হইতে ঘুমের ঘোরে উঠিয়া যাইতাম। সাধারণত বাড়ির আশেপাশেই আমাকে পাওয়া যেতো। তবে দুই বার দূরে মাঠে পাওয়া গিয়েছিল। তালাশকারীরা দেখিয়াছেন আমি জাগ্রত লোকের মতোই সাবধানে পথ চলিতেছি। আঁকাবাকা, উঁচু নীচু পথ কোথাও আমি হোটচ খাইতেছি না। আমাকে ধরে কোলে তুলে নেওয়ার পরই আমার ঘুম ভেঙে যেতো-তখন আমি কান্না কাটি করতাম। সবাই ভাবতো, আমাকে জীনের আছরে ধরেছে’। এখন আমরা জানি এটা একধরনের মানসিক রোগ, নাম ‘স্লিপ ওয়াকিং’। 

আরেকদিনের বর্ণনা : ‘আমাদের বাড়িতে প্রচুর মেহমান এসেছে। আমি ঘুমাচ্ছি লাম। হঠাৎ দেখা গেলো আমি বাড়ির উঠানের কোনের নারিকেল গাছের অনেক খানি উচায় উঠিয়া দুই হাতে গাছটি জড়ায়ে ধরে আছি। সবাই বুঝিলেন হইচই করলে আমার ঘুম ভেঙে যাবে ও তখন মাটিতে পড়ে যাবো। তারা একজন দক্ষ গাছ-বাওয়া লোক গাছে উঠালেন ও আমাকে ঘুমন্ত অবস্থায় কোলে তুলে নিলেন। তখন আমি কান্না জুড়ে দিলাম’। 

[২] ঘুমে চিতকার (স্লিপ টেরর) : ওনার বর্ণনা : ‘আমি ঘুম হইতে চিৎকার করিয়া উঠিতাম। এই চিৎকার অনেকক্ষণ পর্যন্ত চলতো। শীতের মধ্যেও ঘামে সারা গা ও কাপড়চোপড় ভিজিয়া যাইতো। স্বপ্নে আমি ভয়াবহ কিছু দেখিয়া ভয়ে কাদিয়া উঠিতাম। কিন্তু সেটা কি গুছিয়ে বলতে পারতাম না’। এটিও একটি  মানসিক রোগ। লেখক: মনোবিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়