শিরোনাম
◈ গাজীপুরে কিশোরী ধর্ষণ: প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শায়খ আহমাদুল্লাহর, প্রেমের সম্পর্ক দেখিয়ে ঘটনা হালকা করার অভিযোগ ◈ ‘নীরব কিন্তু উদাসীন নয়’: কেন ভারতের জেন-জি তরুণরা রাস্তায় নামছে না ◈ তরুণ-তরুণী যদি প্রলোভনে পড়ে সেটা শুধু প্রলোভনকারীর দোষ নয়: মিজানুর রহমান আজহারী ◈ শেখ হাসিনা পালিয়ে যাননি, যেতে বাধ্য করা হয়েছে: আইনজীবী (ভিডিও) ◈ জীবন দিলেও যদি চরিত্র না বদলায় তাহলে ভাগ্যও বদলাবে না: মুফতি ফয়জুল করীম ◈ ‌ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের বিরু‌দ্ধে বি‌সি‌বির টি-টোয়েন্টি দল ঘোষণা, ফিরলেন লিটন ◈ শুধু একাত্তর না, সাতচল্লিশ থেকে এখন পর্যন্ত কোনো ‘ভুল’ করে থাকলে তার জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন শফিকুর রহমান (ভিডিও) ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টার পদত্যাগ নিয়ে যা জানা গেল ◈ ‘নতুন আরপিওতে বড় পরিবর্তন: পলাতক অযোগ্য, দুর্নীতির প্রমাণে ভোট বাতিল করতে পারবে ইসি’ (ভিডিও) ◈ বিএনপির প্রস্তাব বিবেচনায় নিলে আসন্ন নির্বাচন হবে মাইলফলক: মঈন খান

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২২, ০৩:০৫ রাত
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২২, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপী  গরিয়সী : ভিভা লি’তালিয়া!

মাসুদ রানা

মাসুদ রানা : স্কুলের গেইটে ১২ বছরের ছেলেরা স্থানীয় প্রবীণ-প্রবীণাদের জন্যে ক্রিসমাস প্রেজেণ্ট সংগ্রহ করছিলো। এর মধ্যেই ওরা ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলছিলো। না চাইতেও আমি শুনতে পাচ্ছিলাম ওদের কথোপকথন। একটি ছেলে বলছিলো যে সে মুসলিম দেশগুলো সাপৌর্ট করছে। আমি ভাবছিলাম, বহুজাতিক দেশে শিশুদের আত্মপরিচয়ের জটিলতা নিয়ে।

তাই ভাবলাম একটু কথা বলি। আমি জিজ্ঞেস করলাম, ‘হাউ এ্যাবাউট ইংল্যাণ্ড? ডৌণ্ট ইউ সাপৌর্ট ইংল্যাণ্ড? ‘সবাই প্রায় সমস্বরে বললো, ‘অফকৌর্স, উই ডু।

‘গ্রেইট’ বললাম আমি। একটি চুপচাপ ও শান্তশিষ্ট ছেলে বললো, ‘আই সাপৌর্ট আর্জেণ্টিনা, ব্রাজিল, ইংল্যাণ্ড এ্যাণ্ড ইট্। ‘ছেলেটি বাঙালী। সে আরও বললো, ‘আর্জেণ্টিনা এ্যাণ্ড ব্রাজিল আর গ্রেইট। আমি আগ্রহ দেখিয়ে জিজ্ঞেস করলাম, ‘সো, ইউ সাপৌর্ট দ্যাম?

‘ইয়েস, ‘স্যার’ মিষ্টি হেসে বললো ছেলেটি। আমি তার অব্যক্ত যুক্তি প্রকাশ করে বললাম, ‘এ্যাণ্ড ইউ সাপৌর্ট ইংল্যাণ্ড, বিকস্ ইটস্ ইউর কাণ্ট্রি, ইজন্’ট ইট?।


‘ইয়সে স্যার’, ছেলেটি বললো চকচকে চোখে। ‘বাট উয়াই ডু ইউ সাপৌর্ট ইট্? ‘আমার প্রশ্ন। সকালের সোনা রোদ পড়ছিলো ছেলেটির চোখে-মুখে। নিষ্পাপ তাকিয়ে ছেলেটি যা বললো, তা আমার অনুভূতি গভীর স্পর্শ করলো। ছেলেটি বললো, ‘বিকস্ আই ওয়াজ বর্ন্ইন ইট্’।

বারো বছরের বাঙালী ছেলে, বাস করছে ইংল্যাণ্ডে, কিন্তু সে ইতালিকে সাপৌর্ট করছে জন্মসূত্রে। কারণ, ইতালি তার জন্মভূমি। আমি সম্ভবত: আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমি বললাম, ‘গ্রেইট’ আই রীয়লি এ্যাপ্রিশিয়েট দ্যাট।

কীপ ইট আপ। অলওয়েজ লাভ ইউর বার্থ প্লেইস। ভিভা, লি’তালিয়া। আর, নিজের মনে-মনে আবৃত্তি করলাম : ‘জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী’।

(মা ও মাতৃভূমি স্বর্গের চেয়েও শ্রেয়) আশ্চর্য, ছোট্টো একটি ছেলে তার কোমল প্রাণে লালিত একটি অনুভূতি আমার মনকে দ্রবীভূত তুলে দিল।

মাতৃভূমি ও মা ধারণা আমার চোখকে ইদানিং আর্দ্র করে তোলে। আমি ছেলেটির  নাম জিজ্ঞেস করলাম।

ওর নাম ধরে ডেকে কাছে টেনে মাথায় হার রেখে আদর করে বললাম: ‘আই এ্যাম ইম্প্রেসড্, আই রেস্পেট ইউর ফীলিংস। ডৌণ্ট এভার লেট ইট গৌ। ভিভা লি’তালিয়া’। লণ্ডন, ইংল্যাণ্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়