খুজেস্তা নূর-ই নাহারিন: বিবেকসম্পন্ন মানুষেরা প্রতিক্ষণ দ্বন্দ্বে ভুগেন, ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে। জন্ম থেকে আমৃত্যু খুঁজতে থাকে কোনটি সঠিক পথ? আপনি হয়তো একটি পথে এগোচ্ছেন ভয়াবহ কোনো বাঁধা এলো আপনি অসফল হলেন, তার মানে এই পথ আপনার জন্য নয়। আপনার জন্য নির্ধারিত না হলে ওই পথে কিছুতেই এগোতে পারবেন না। প্রশ্ন জাগা স্বাভাবিক, কম যোগ্যতা সম্পন্ন অনেকেই সেই একই পথে অনেকদূর এগিয়ে যাচ্ছে, তবে আমি কেন নই?
আপনার জন্য হয়তো অপেক্ষা করে আছে আরও অনেক বড় পুরস্কার, যার ধারণা পর্যন্ত নেই আপনার। সে পথে নিয়ে যাওয়ার জন্য অলক্ষ্যে প্রকৃতি বারবার থামিয়ে দিচ্ছে। কোনো এক বিপদে পরেছেন, কেঁদে-কেটে হতাশা এসে গ্রাস করে নিচ্ছে বারংবার। এক বিপদ এসে পায়ে পায়ে ঘুরতে থাকা হাজারটা বিপদ কাটিয়ে নিচ্ছে বুঝতেও পারছেন না। অতীতে যখনই কোনো বিপদ এসেছে সঙ্গে করে কিছু না কিছু সুখবরও বয়ে এনেছে।
অসুস্থ বলে অখণ্ড অবসর। অতীত হাতরিয়ে নিজের ভুলগুলো খুঁজে ফিরি। আমি ফেরেশতা নই ভুল হওয়া স্বাভাবিক। ভাবি মনের ভুলে কিংবা রাগের বশে একান্ত তিক্ততায় কাউকে কি কোনো অভিশাপ দিয়েছিলাম আমি? ‘'নিউটনের থার্ড ল’- প্রতিটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত ক্রিয়ার মতো করেই হয়তো আমার শরীরে রোগ এসে জেঁকে বসেছে। প্রতি মুহূর্তে মনে করিয়ে দিচ্ছে দেখো কতো কষ্ট। মানুষকে কখনো অভিশাপ দিতে নেই। অনেক করে মনে করার চেষ্টা করছি দিয়েছিলাম কি কাউকে অভিশাপ মনের কোনো এক দুর্বল মানসিকভাবে ভেঙে পরার মুহূর্তে? আমি সবসময় খুঁজে ফিরি কোনটি আমার পথ? জানা নেই। কিন্তু সবসময় ভাবি, আমার এই বিপদ নিশ্চয়ই আমার জন্য নির্ধারিত পথে টেনে নিয়ে যাবে। সেই পর্যন্ত না হয় অপেক্ষায় থাকি। ফেসবুক থেকে