শিরোনাম
◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২২, ০৩:০১ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবল আন্দোলিত মানুষের রুটি-রুজি ও ভবিষ্যৎ সম্পর্কে উদাসিনতা

হাসান মোরশেদ

হাসান মোরশেদ: একটা সময় পর্যন্ত প্রবল এক্সটোভার্ট, হৈচৈ, হুল্লোড় জীবন কাটিয়ে এখন আমার নিজের জন্য নৈঃশব্দ ভালো লাগে। লোনলিনেস কখনো বোধ করি না, কিন্তু সলিট্যুড প্রেফার করি। কফির কাপ হাতে কিছুটা সময় একা কাটাতে পারলে আনন্দ পাই, আনন্দ পাই একাকী ভ্রমণে। উৎসব, আনুষ্ঠানিকতায় কেউ না ডাকলে কৃতজ্ঞ বোধ করি। তার মানে কি আমি অন্যদের সম্মিলিত উদযাপনের বিরোধী? মানুষের হৈহুল্লোড়, উৎসবপ্রিয়তা কি আমার অপছন্দের? একদমই না। মানুষের আনন্দ দেখলে ভালো পাই, অহেতুক আনন্দ হলে আরও বেশি। মানুষ কোনো লজিক্যাল এলিমেন্ট না। মেশিনে ফেলে, ছাঁচে বানানো মডেল না মানুষ। মানুষ কেবলই ভালো, কেবলই যৌক্তিক, কেবলই প্রয়োজন নয়। মানুষ অনেকটুকুই অহেতুক, অযৌক্তিক, ভুলভাল। শেষ পর্যন্ত কিছুই আসে যায় না তবু মানুষ সুদূরের ব্রাজিল-আর্জেন্টিনার উন্মাদনায় মাতবে চারবছর পরপর। গ্রামের চায়ের দোকানে বসে আমেরিকার প্রেসিডেন্ট হাউজের ফরেন পলিসি ঠিক করে দেবে, যদিও ঘরে ফেরার সময় নিজের পকেট ফাঁকা। 

এই প্রবল আন্দোলিত মানুষ তার নিজের রুটি-রুজি, নিজের ভবিষ্যৎ, নিজের বাস্তবতা সম্পর্কে আবার চরম উদাসীন। তখন সে জীবনানন্দ দাশ। একা একাই শূন্য করে দেবে জীবনের অঢেল ভাঁড়ার। অ্যান্ড ইউ মাস্ট বিলিভ মি, এটা বাংলাদেশের মানুষের একক কোনো বৈশিষ্ট্য না। পৃথিবীর সকল দেশের, সকল সমাজের সাধারণ মানুষ একইরকম। এরকমই। আপনি যদি মনে করেন, সো কল্ড ফার্স্ট ওয়ার্ল্ডে সবাই এসব ‘ফালতু’ বিষয় বাদ দিয়ে ‘কাজের বিষয়’ নিয়ে গবেষণায় ব্যস্ত থাকে তাহলে সেইসব সমাজের সবটুকু আসলে দেখেননি আপনি। ইংল্যান্ড/ইউরোপে পাবগুলোতে ঢুঁ মারেননি, বুকিশপগুলোতে বসে দেখেননি- মানুষ কেমন গপ্পোবাজ, রাজা উজির মারায় ওস্তাদ। বিশ্বজুড়ে মানুষ আসলে মানুষের মতোই। লেখক ও গবেষক

  • সর্বশেষ
  • জনপ্রিয়